TRENDING:

Alert For Common People: রাস্তা ভেঙে দুরমুশ হয়ে গেল, রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এই জেলা এবং সিকিম, সাধারণ মানুষের মাথায় হাত

Last Updated:
Alert For People: বাংলা-সিকিম লাইফলাইন থমকে! লিখুভি ও তারখোলায় ধসের জেরে ব্যাহত যোগাযোগ
advertisement
1/4
রাস্তা ভেঙে দুরমুশ হয়ে গেল, রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এই জেলা এবং সিকিম, কী করবে
লিখুভি ও কালিম্পং জেলার তারখোলায় ফের ধস নামল। ফলে সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে বাংলা-সিকিমের যোগাযোগব্যবস্থা। এই দুই জায়গা দিয়েই চলত দুই রাজ্যের মধ্যে প্রধান যাতায়াত – যা এখন কার্যত অবরুদ্ধ।
advertisement
2/4
গতকাল রাত থেকে প্রবল বর্ষণের কারণে একাধিক জায়গায় ধস নামে। আজ সকালেও নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাস্তায় দীর্ঘ লাইন পড়েছে গাড়ির, অনেকেই ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশাসনের তরফে ঘুরপথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
3/4
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা দল, সড়ক পরিবহন দপ্তর এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত কোনো বড়সড় প্রাণহানির খবর নেই, তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
advertisement
4/4
জরুরি না হলে এই সমস্ত রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alert For Common People: রাস্তা ভেঙে দুরমুশ হয়ে গেল, রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এই জেলা এবং সিকিম, সাধারণ মানুষের মাথায় হাত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল