Ajwain Water Health Benefit: জাস্ট ৭ দিন! সামান্য 'এই' মশলা ভেজানো জল খান, বাই বলুন হাজার রোগকে! থাকুন ‘বিন্দাস’
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Ajwain Water Health Benefit: সামান্য এই মশলা ভেজানো জলেই হবে কামাল! যা উপকারিতা লুকিয়ে রয়েছে এতে। জোয়ান শুধুই হজমজনিত সমস্যা সমাধানের হাতিয়ার নয়।
advertisement
1/6

খাওয়াদাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই জোয়ান শুধুই হজমজনিত সমস্যা সমাধানের হাতিয়ার নয়। জোয়ানের আছে আরও অনেক গুনাগুন।
advertisement
2/6
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ভাজা জোয়ানের চাহিদা বাজারে বেশ অনেকটাই রয়েছে। তবে জোয়ানের জলে কিন্তু হজমশক্তি বাড়ানো ছাড়া আরও বিভিন্ন উপকারিতা রয়েছে।
advertisement
3/6
জোয়ান পেটের বিপাকহার বৃদ্ধি করে তোলে। জোয়ানে থাকা থাইমল গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়িয়ে দেয়। যার ফলে বিপাকহার দ্রুত হয়ে থাকে। বিপাকহার বৃদ্ধি পেলে ক্যালোরি ক্ষয় হয় অনেকটাই।
advertisement
4/6
বেশি খেলে অনেক সময় শরীরে অস্বস্তি হতে শুরু করে। আচমকাই পেট ফুলে যায়। সেই ক্ষেত্রে উষ্ণ জলে নুন দিয়ে জোয়ান ভিজিয়ে রেখে খেলে সেই সমস্যার সমাধান হতে পারে সহজেই।
advertisement
5/6
শরীরে জমা হওয়া বিষাক্ত পদার্থ বাইরে নের করতে সাহায্য করে এই জোয়ানের জল। এতে শরীর থাকে ঝরঝরে এবং বিপাকহার বৃদ্ধি পায়। ফলে হজমশক্তি বেড়ে ওঠে। যা ওজন কমিয়ে দেয়।
advertisement
6/6
অ্যাজমা বা হাঁপানির সমস্যা থাকলেও জোয়ান ভেজানো জল খাওয়া উপকারী। এতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এছাড়াও ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণও নিয়ন্ত্রণ করে।