Scrub Typhus: ডেঙ্গির পাশাপাশি রাজ্যে থাবা বসাচ্ছে স্ক্রাব টাইফাস, হঠাৎ করে আতঙ্ক উঠল চরমে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Scrub Typhus: এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
advertisement
1/5

ডেঙ্গির পাশাপাশি শহরে এবারে স্ক্র্যাব টাইফাসের থাবা! আক্রান্ত চার বছরের এক শিশু। আতঙ্ক গোটা শহরে। উদ্বিগ্ন পুরসভা ও স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে স্ক্র্যাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ওই শিশুটি। এক দিকে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এবার সেই তালিকায় সংযোজন হল স্ক্র্যাব টাইফাসের নাম। (তথ্য - পার্থ সরকার)
advertisement
2/5
শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বিনয় মোড়ের বাসিন্দা চার বছরের এক শিশু ডেঙ্গু ও স্ক্র্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শিশুটি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
3/5
গতকাল শিশুটির কাঁপুনি দিয়ে জ্বর ও বমি হলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শিশুটির রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।
advertisement
4/5
এর পরে ধরা পরে শিশুটি স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত। এরপর শিশুটির ম্যাক এলাইজা পরীক্ষা করলে ডেঙ্গুর রিপোর্ট পজেটিভ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।
advertisement
5/5
তিনি গিয়ে গোটা এলাকায় স্প্রে এবং ফগিং করান। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান মেয়র গৌতম দেব।