Royal Bengal Tiger: বক্সার পর জয়ন্তী, এবার কলকাতার পর্যটক দেখতে পেলেন 'সেই' পায়ের ছাপ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Royal Bengal Tiger: বক্সার পর জয়ন্তীতেও রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ মেলায় দ্বিগুণ খুশি পর্যটকরা। (প্রতিবেদক: রাজকুমার কর্মকার)
advertisement
1/5

এবার জয়ন্তীতে (Jayanti) রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পেলেন পর্যটকরা। কলকাতার বাসিন্দা তন্ময় সিংহ রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ দেখতে পান। বক্সার পর জয়ন্তীতেও রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ মেলায় দ্বিগুণ খুশি পর্যটকরা।
advertisement
2/5
দিন দুই আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Royal Bengal Tiger Found in Buxa) জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। প্রথম বারের তুলনায় দ্বিতীয় বার আরও স্পষ্ট ছবি ধরা পড়েছে ডোরাকাটার। তবে এই যাবৎ প্রকাশ্যে আসা অন্য বাঘের (Royal Bengal Tiger) ছবির সঙ্গে মিলিয়ে দুটি ছবি একই বাঘের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
3/5
সম্প্রতি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি বক্সার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল। এরপর আরও যে ছবিটি প্রকাশিত হয়, সেটিও একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের। পরিস্থিতি দেখে জঙ্গলের নিরাপত্তা বাড়িয়েছে বন দফতর।
advertisement
4/5
বক্সাতে (Royal Bengal Tiger Found in Buxa) আপাতত কার সাফারি বন্ধের কথা ঘোষণা করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া। আপাতত পাঁচদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পে (Buxa Tiger Reserve) কার সাফারি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/5
ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। ২০০ ট্র্যাপ ক্যামেরা ব্যাঘ্র প্রকল্পে লাগানোর কাজ শুরু হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য তৈরি করা হয়েছে মনিটরিং টিম। এরই মধ্যে জয়ন্তিতেও দেখা মিলল বাঘের পায়ের ছাপ। ফলে পর্যটকদের মধ্যে এখন খুশির হাওয়া।