Rare Big Fish: করলা নদী থেকে উঠল 'দানব'! ভর সন্ধ্যায় ছুটে এল গ্রামের বাসিন্দারা, বিরল 'জিনিস' দেখল ওঁরা...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Rare Big Fish: বোয়াল মাছটি তোলার মুহূর্তে নদীর ধারে ভিড় জমে গিয়েছিল। কেউ ছবি তুলতে, কেউ বা বিশাল মাছটি দেখতে ছুটে আসেন। পরে সেই মাছ বাড়িতে নিয়ে গিয়ে এলাকাবাসীদের মধ্যে ভাগ করে পিকনিকের আয়োজন করা হয়।
advertisement
1/5

*মৎস মারিব, খাইব সুখে। জলপাইগুড়ি করলা নদী থেকে বড়শিতে উঠল বিশাল আকৃতির বোয়াল মাছ। বাজারে বিক্রি না করে বন্ধুরা সকলে ভাগ করে নেন যিনি মাছ ধরেন তিনি। করলা নদী থেকে এদিন ১২ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।
advertisement
2/5
*করলা নদীর বুকে ফের দেখা মিলল এক বিশাল আকৃতির বোয়াল মাছের। শুক্রবার সন্ধ্যায় নদীর জলে হঠাৎই ভেসে ওঠে প্রায় ১২ কেজি ওজনের একটি রাঘব বোয়াল। নদীর ধারে থাকা স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছিপ ফেলে মাছটি ধরেন।
advertisement
3/5
*মাছটি তোলার মুহূর্তে নদীর ধারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কেউ ছবি তুলতে, কেউ বা বিশাল মাছটি দেখতে ছুটে আসেন। পরে সেই মাছ বাড়িতে নিয়ে গিয়ে এলাকাবাসীদের মধ্যে ভাগ করে পিকনিকের আয়োজন করা হয়।
advertisement
4/5
*স্থানীয়দের দাবি, “এমন বড় মাছ বহুদিন পর ধরা পড়ল। করলা নদীতে আবারও এত বড় বোয়াল উঠতে দেখে আমরা সবাই খুব খুশি।”
advertisement
5/5
*করলা নদীর জলে আগেও বড় আকারের বোয়াল ধরা পড়েছিল, তবে এবারের মাছটি আকারে ও ওজনে দু'দিক থেকেই নজর কেড়েছে এলাকাবাসীর।