সাতসকালে বন্ধ হয়ে গেল কাজ! চা বাগান দখল করল...! ভয়ে চুপচাপ দাঁড়িয়ে সব দেখলেন শ্রমিকরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ির চা বাগানে সাতসকালে অপ্রত্যাশিত দৃশ্য
advertisement
1/5

<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> সকালবেলা অপ্রত্যাশিত দৃশ্য! চা বাগানে গজরাজের দল। ভোরের আলো ফুটতেই চা শ্রমিকরা বাগানে কাজে যান। কিন্তু চা গাছের আড়ালে হঠাৎই দেখা মেলে বিশাল গজরাজের। শ্রমিকরা ভয় পেয়ে কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়েন। চা বাগান জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
advertisement
2/5
হাতির দলে শুধু পূর্ণবয়স্ক হাতিই নয়, সঙ্গে ছিল ছোট্ট বাচ্চা হাতিও। সুবর্ণপুর চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকে হাতির পাল। শ্রমিকরা দূর থেকে ভয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দৃশ্যটি একদিকে খানিক ভয়ের, অন্যদিকে ছিল বিস্ময়কর। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
3/5
সুবর্ণপুর চা বাগানে হাতির দলের আগমনের খবর বন দফতরে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
4/5
তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। চা বাগানের শ্রমিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গেই হাতির পালের চলাফেরা পর্যবেক্ষণ করতে থাকেন কর্মকর্তারা। গজরাজদের দলকে ফের জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা চালানো হয়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
5/5
এদিন চা বাগানে প্রবেশ করা হাতির ফুটফুটে বাচ্চাটিকে ঘিরে রেখেছিল পূর্ণবয়স্ক হাতিরা। শ্রমিকরা দূরে দাঁড়িয়ে ভয় মিশ্রিত বিস্ময়ে তাঁদের দিকে তাকিয়ে থাকেন। আজ ফের ডুয়ার্সে চোখে পড়ল মানুষের সঙ্গে প্রকৃতির এই সহাবস্থান। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)