TRENDING:

টাকা নয়, মনই বড়! বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ির একদল যুবক যা করলেন, জানলে স্যালুট করবেন

Last Updated:
Jalpaiguri News: শুধু অর্থ কিংবা কেনা সামগ্রী দিয়ে নয়, এভাবেও পাশে থাকা যায়! কথায় বলে, বড় মানুষ হতে টাকা নয়, দরকার বড় মনের। সেই কথাকেই যেন বাস্তবের রূপ দিলেন আমগুড়ি ক্ষৌরকার সমিতির সদস্যরা।
advertisement
1/5
বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ির একদল যুবক যা করলেন, জানলে স্যালুট করবেন
ক্ষুর, কাঁচি নিয়ে গ্রামে হাজির। শুধু অর্থ কিংবা কেনা সামগ্রী দিয়ে নয়, এভাবেও যে পাশে থাকা যায় তা প্রমাণ করে দিলেন কিছু মানুষ। কথায় বলে, বড় মানুষ হতে টাকা নয়, দরকার বড় মনের। সেই কথাকেই যেন বাস্তবের রূপ দিলেন জলপাইগুড়ির অন্তর্গত আমগুড়ি ক্ষৌরকার সমিতির সদস্যরা। ক্ষুর-কাঁচি নিয়ে একেবারে অন্যরকমভাবে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন তাঁরা। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
ভয়াবহ বন্যায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। বিশেষত ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া, তারাবাড়ি, খাটোরবাড়ি ও খরিবাড়ির গ্রামগুলি তছনছ অবস্থা। ঘরবাড়ি হারানো মানুষেরা বন্যার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সাধারণ চাহিদাগুলিও মেটাতে পারছিলেন না।
advertisement
3/5
এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমগুড়ি ক্ষৌরকার সমিতির সদস্যরা। সমিতির সভাপতি দীপক শর্মা বলেন, “আমরা আর্থিকভাবে খুব শক্তিশালী নই। কিন্তু বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা ছিল। তাই সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিই আমাদের যা আছে, তাই দিয়েই সহযোগিতা করব।”
advertisement
4/5
সেই ভাবনা থেকেই বাজারে নিজেদের দোকান বন্ধ রেখে ক্ষৌরকাররা বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে যান। স্থানীয় মানুষদের বিনামূল্যে চুল-দাঁড়ি কাটার পরিষেবা দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বলেন, “এটা শুধু সামান্য পরিষেবা নয়, এটা মানুষের প্রতি ভালবাসার প্রকাশ।"
advertisement
5/5
অর্থ নয়, মনই বড়... এই বার্তাই যেন ছড়িয়ে দিলেন তাঁরা। সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এমন উদাহরণ হয়তো সংখ্যায় কম, কিন্তু প্রভাব অসীম। বন্যার জল শুকিয়ে গেলেও এই ক্ষৌরকারদের মানবতার ছোঁয়া মানুষের মনে রয়ে যাবে দীর্ঘদিন! (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
টাকা নয়, মনই বড়! বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ির একদল যুবক যা করলেন, জানলে স্যালুট করবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল