Elephant Death: টাস্কারের দাঁতে ক্ষতবিক্ষত মাকনা হাতির দেহ! বনকর্মীরা যাওয়ার আগেই সব শেষ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Elephant Death: জঙ্গলের ভেতর গজরাজের লড়াই! টাস্কার এবং মাকনা হাতির মধ্যে সংঘর্ষ! টাস্কারের দাঁতে ক্ষতবিক্ষত ৩০ বছর বয়সী মাকনা হাতির দেহ! বড়কর্মীরা যেতেই সব শেষ, ঘটনায় শোকের ছায়া...
advertisement
1/5

*রবিবার বাগডোগরা রেঞ্জের জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হাতির মৃতদেহ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দুই হাতির সংঘর্ষের জেরে এই ঘটনা।
advertisement
2/5
*কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। টাস্কার এবং মাকনা হাতির মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হল ৩০ বছর বয়সী মাখনা হাতির।
advertisement
3/5
*হাতির মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা রেঞ্জে। জানা যায়, রবিবার সকালে খবর আসতেই ছুটে যায় বনকর্মীরা। জঙ্গলের চারপাশে চিরুনি তল্লাশির পর অবশেষে দেখা মেলে হাতিটির তবে ততক্ষণে সব শেষ।
advertisement
4/5
*অন্যদিকে, এ প্রসঙ্গে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, টাস্কার এবং মাকনা হাতির সংঘর্ষে মৃত্যু হয় এক মাকনা হাতির। ৩০ বছর বয়সি মাখনা হাতির শরীরে টাস্কারের দাঁতের একাধিক ক্ষতবিক্ষতের চিহ্ন পাওয়া যায়।
advertisement
5/5
*ঘটনার পর থেকে টাস্কার হাতিটির আর খোঁজ মেলেনি। জঙ্গলের ভেতরেই আজ মাকনা হাতিটির পোস্টমর্টেম করা হবে। রবিবার সারাদিন ধরে সেই কাজ সম্পন্ন করা হবে। সাধারণত শীতের মরশুমে হাতিদের সঙ্গমের সময় এই ধরনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।