Python in Siliguri: বাপ রে বাপ! ৯ ফুট লম্বা অজগর বাড়ির সামনে, শিলিগুড়িতে হুলস্থুল, দেখুন ছবি
- Published by:Pooja Basu
Last Updated:
মূলত রসদের খোঁজেই লোকালয়ে বলে ধারণা বনকর্মীদের!
advertisement
1/5

গরম পড়তেই ফের লোকালয়ে অজগর! শিলিগুড়ির ভোলানাথ পাড়া থেকে উদ্ধার বিশালাকার অজগর! গত কয়েকদিন ধরেই এলাকায় অজগরটিকে দেখা যাচ্ছিল বলে দাবী স্থানীয়দের। এর জেরে আতঙ্কিত ছিলেন স্থানীয়রা। কার্যত রাতের ঘুম ছুটে গিয়েছিল।
advertisement
2/5
পাশেই রয়েছে সাহু নদী। সঙ্গে লাগোয়া বৈকুণ্ঠপুর জঙ্গল। সম্ভবত জঙ্গল থেকেই অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান বন কর্মীদের। রবিবার ফের নজরে আসতেই খবর দেওয়া হয় বন দফতরকে। দ্রুত ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর দফতরের বন কর্মীরা পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয় অজগরটিকে।
advertisement
3/5
সাম্প্রতিক কালে ৬ বার লোকালয়ে দেখা যায় অজগরটিকে বলে জানান স্থানীয় বাসিন্দা সুশান্ত রায়। মূহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড় জমায় কৌতুহলী জনতা। জালের নেট ফেলে বন্দি করা হয় সাপটিকে। তখন স্থানীয়রা ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ফোনে ছবি বন্দি করতে। বেশ বড়সড় আকারের।
advertisement
4/5
কেন লোকালয়ে অজগর? উদ্ধারকারী এক বনকর্মী জানান, মূলত রসদের সন্ধানেই জঙ্গল ছেড়ে বেড়িয়ে আসে অজগরটি। এর আগেও ভোলানাথ পাড়ার অদূরে একটি চা বাগান থেকে বিশালাকার অজগর উদ্ধার করা হয়। বৈকুণ্ঠপুর জঙ্গল এই প্রজাতির সাপের আনাগোনা রয়েছে। কখোনো জঙ্গল ছেড়ে নদীতেও দেখা যায়। এবারেও খাবারের খোঁজে জনবসতি এলাকায় ঢুকে পড়ে অজগরটি।
advertisement
5/5
একেবারে ছোটো নয়। ৯ ফুট লম্বা অজগরটি কার্যত এলাকায় ত্রাস হয়ে উঠেছিল। আর তাই তাকে বন্দি করতে বেগ পেতে হয়। বনকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। সেইসময় এলাকায় ভিড়ে ভিড়াক্কার! কোনোক্রমে উদ্ধার করা হয় ৯ ফুটের অজগরকে। উদ্ধারকারী বনকর্মী জানান, আপাতত প্রাথমিক চিকিৎসা করা হবে। কিছু সময় পর্যবেক্ষনের পর আবার ছেড়ে দেওয়া হবে বৈকুণ্ঠপুর জঙ্গলে। উদ্ধারের পরও ছটফটানি কম ছিল না ৯ ফুট লম্বা অজগরটির। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা এলাকা ছেড়ে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে এই প্রজাতির সাপ। তবে শিলিগুড়ি বা লাগোয়া এলাকায় মাঝেমধ্যে দেখা যায়।