Malda News: রাজ্যস্তরের প্রতিযোগিতায় মালদহের জয়জয়কার! ঘরে এল ৭টি পদক, জেলাকে গর্বিত করা খেলোয়াড়দের চিনে নিন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: এই প্রতিযোগিতায় মালদহের ঝুলিতে সাতটি পদক এসেছে। বিভিন্ন খেলায় ৪ জন প্রথম স্থান এবং ৩ জন দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। জেলার খেলোয়াড়দের এমন সাফল্যে মালদহ জুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে।
advertisement
1/5

 রাজ্যস্তরের স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মালদহ জেলার জয়জয়কার। স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মালদহ জেলার ঝুলিতে সাতটি পদক। বিভিন্ন খেলায় ৪ জন প্রথম স্থান এবং ৩ জন দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
 ৩০ অক্টোবর কলকাতার সল্টলেকে রাজ্যস্তরের স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে ১০০ মিটার, ৮০০ মিটার, ৩০০০ মিটার দৌড়, শটপুট, জ্যাভলিন থ্রো ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মালদহের বিভিন্ন স্কুলের ৭ জন খেলোয়াড়।
advertisement
3/5
 ১০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব-১৭ পুরুষ বিভাগে প্রথম হয় মেহেবুবুল আহমেদ, ৩০০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব-১৭ পুরুষ বিভাগে প্রথম হয় সীদম মণ্ডল এবং জ্যাভলিন থ্রো অনূর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে প্রথম হয় কাউল আক্তার।
advertisement
4/5
 শটপুট প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ পুরুষ বিভাগে প্রথম হয় সায়ক দেব বর্মন। পাশাপাশি ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ পুরুষ বিভাগে দ্বিতীয় হয় পলাশ মণ্ডল। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয় সৈয়দ শেখ এবং ৮০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব-১৭ পুরুষ বিভাগে তৃতীয় হয় অনুনয় সাহা।
advertisement
5/5
 জেলার খেলোয়াড়দের এমন সাফল্যে মালদহ জুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে। জেলা ক্রীড়া অ্যাথলেটিক্সের যুগ্ম সম্পাদক সুদান চন্দ্র ঘোষ জানান, "বিদ্যালয় স্তর থেকেই খেলার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে। জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্ররা রাজ্যস্তরের স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলার ৭ জন খেলোয়াড় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করায় খুব ভাললাগছে। আমরা আশাবাদী আগামীতে তাঁরা জাতীয়স্তরে খেলার সুযোগ পেয়ে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে।" (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
