Jalpaiguri News: মশাল হাতে রাস্তায় এবার শিক্ষকরা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
৫সেপ্টেম্বর শিক্ষক দিবসকে মাথায় রেখে জলপাইগুড়ির পথে নামল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ঐক্য মঞ্চ। হাতে মশাল নিয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গান এবং কবিতার মাধ্যমে 'তিলোত্তমা'র প্রতিবাদ করেন তাঁরা।
advertisement
1/6

আগুনের মশালের শিখায় এবার প্রতিবাদ শিক্ষকদের ও শিক্ষা কর্মীদের জলপাইগুড়ির রাজপথে।
advertisement
2/6
গত প্রায় এক মাস আগে ঘটে যাওয়া কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নক্কারজনক ঘটনার বিচার এখনও চলমান। ন্যায় বিচারের চেয়ে এখনও সাধারণ মানুষের মনে ক্ষোভ প্রজ্জ্বলিত। রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল রাত দখল।
advertisement
3/6
লিঙ্গ, পেশা, জাতিভেদ এবং স্থান নির্বিশেষে সকলের প্রতিবাদের দাবি একটাই, চাই ন্যায় বিচার, চাই দোষীদের কঠোর শাস্তি!
advertisement
4/6
আজ শিক্ষক দিবসের দিন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা কর্মীরা মশালের আগুন জ্বেলে জলপাইগুড়ির রাজপথে নামলেন তারা। চাই "ন্যায় বিচার"!
advertisement
5/6
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ির পথে নামল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের ঐক্য মঞ্চ। হাতে মশাল নিয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গান এবং কবিতার মাধ্যমে তিলোত্তমার প্রতিবাদ করেন তাঁরা।
advertisement
6/6
প্রশ্ন তুললেন কবে হবে