ফের সামনে এল 'সচিন', সঙ্গী 'সৌরভ'! বেঙ্গল সাফারি পার্ক দাপিয়ে বেড়াচ্ছে ২ চিতাবাঘ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
২০১৯-এর ১ জানুয়ারির সকালে এনক্লোজার টপকে পালিয়ে গিয়েছিল সচিন। হুলুস্থল পড়ে যায়। কিন্তু চারদিন পর ৫ জানুয়ারি নিজের এনক্লোজারে একাই ফিরে আসে সচিন।
advertisement
1/5

*ফের ময়দানে সচিন! রোদ মাখা শীতের আলসে দুপুরে ফের দাপুটে সচিনের মুখোমুখি! দীর্ঘ দিন বিশ্রামের পর আবারও নিজের মেজাজে সে! সঙ্গী 'সৌরভ'। ভাবছেন কোন শচীন, সৌরভের কথা বলছি! এরা দুই চিতাবাঘ।পর্যটকদের কাছে সচিন-সৌরভ জুটি বরাবরই প্রিয়। আবারও তাদের হাজির করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দুই লেপার্ড। যাদের পোশাকি নাম সচিন ও সৌরভ। আরও তিনটি লেপার্ড রয়েছে এখানে। তবে আপাতত পর্যটকদের সামনে সচিন আর সৌরভের অনবদ্য জুটির দাপট।
advertisement
2/5
*২০১৯-এর ১ জানুয়ারির সকালে এনক্লোজার টপকে পালিয়ে গিয়েছিল সচিন। হুলুস্থলি পড়ে যায়। চলে বিস্তর খোঁজাখুজি। ড্রোন ক্যামেরায় চালানো হয় নজরদারি। চার দিন পর ৫ জানুয়ারি নিজের এনক্লোজারে একাই ফিরে আসে সচিন। তারপর লেপার্ড এনক্লোজারে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সিসি টিভি বসানো হয়। পাহাড়ার জন্য বেশ কয়েকজন বনরক্ষী নিয়োগ করা হয়।
advertisement
3/5
*সচিন বরাবরই বদ মেজাজের। সে একবার এক বনকর্মীর ঘাড়েও বসিয়ে দেয় দাঁত। সেই সচিনকে ফের বাগে আনতে কম ঘাম ঝড়াতে হয়নি বনকর্মীদের। এনক্লোজার থেকে বের হয়ে আবারও স্বমহিমায় শচীন! পুরনো ফর্মে কাঁপাচ্ছে সাফারি পার্কের জঙ্গল। লেপার্ড সাফারিতে অন্য মেজাজে সচিন। সঙ্গে সৌরভকে নিয়ে লম্বা ইনিংসের পথে।
advertisement
4/5
*অন্যদিকে, রয়েল বেঙ্গল টাইগার শীলা তার তিন শাবককে নিয়ে খোশ মেজাজেই রয়েছে। লকডাউনের সময়ে গর্ভবতী হয় শীলা। গত ১২ অগাস্ট তিন শাবকের জন্ম দেয় শীলা। মাতৃস্নেহে বড় হয়ে উঠছে। এখনও তিন শাবকের নামকরণ করা হয়নি। তাদের ওপরও নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। আসছে নতুন বছরে পর্যটকদের কাছে আসতে পারে নতুন অতিথিরা।
advertisement
5/5
*তবে এখনও দিনক্ষন চূড়ান্ত হয়নি। সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, ঘুরিয়ে ফিরিয়ে পাঁচটি লেপার্ডকেই সামনে আনা হবে। আপাতত শচীন আর সৌরভ। কেননা এই জুটি অত্যন্ত জনপ্রিয়!