TRENDING:

অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে এল চা বাগানের ত্রাস! ঝাঁপিয়ে পড়ল কিশোরের উপর, মর্মান্তিক পরিণতি ১২ বছরের শিশুর

Last Updated:
Leopard Attack: পরিবারের সদস্যরা জানান, বাড়ির কল পাড়ে হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ পার্শ্ববর্তী জঙ্গল থেকে লেপার্ড ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরের উপর। শিশুর নাম অস্মিত রায়। তাঁকে প্রায় একশো মিটার দূরে টেনে নিয়ে যায়
advertisement
1/5
জঙ্গল থেকে বেরিয়ে এল চা বাগানের ত্রাস! হাত-মুখ ধুতে গিয়ে মর্মান্তিক পরিণতি কিশোরের
<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত নাগরাকাটা ব্লকের খয়েরকাটা বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফের লেপার্ড আক্রমণ। নিহত ১২ বছরের এক কিশোর।
advertisement
2/5
পরিবারের সদস্যরা জানান, বাড়ির কল পাড়ে হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ পার্শ্ববর্তী জঙ্গল থেকে লেপার্ড ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরের উপর। তাঁর নাম অস্মিত রায়। তাঁকে প্রায় একশো মিটার দূরে টেনে নিয়ে যায়। পরিবারের চিৎকার-চেঁচামেচিতে শেষমেশ লেপার্ড তাঁকে ফেলে পালায়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
3/5
রক্তাক্ত অবস্থায় অস্মিতকে দ্রুত সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে বন দফতর ও বানারহাট-নাগরাকাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
4/5
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাসে ডুয়ার্সের বানারহাট থানার বিভিন্ন এলাকায় লেপার্ড হামলায় ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। একদিকে বন দফতর খাঁচাবন্দি করে লেপার্ড ধরার চেষ্টা করছে, অন্যদিকে নতুন করে আক্রমণে আতঙ্ক ছড়াচ্ছে গোটা এলাকায়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
5/5
বানারহাট থানার আঙ্গরাভাষা ১ নং ও আঙ্গরাভাষা ২ নং সহ শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা এখন কার্যত লেপার্ড আখড়ায় পরিণত হয়েছে। গ্রামজুড়ে দেখা দিয়েছে ভয় ও আতঙ্ক। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে এল চা বাগানের ত্রাস! ঝাঁপিয়ে পড়ল কিশোরের উপর, মর্মান্তিক পরিণতি ১২ বছরের শিশুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল