Taki on the banks of Ichhamati : দুই বাংলার মাঝে ইছামতী, ক্ষণিক অবসরে ঘুরে আসুন টাকি থেকে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Taki on the banks of Ichhamati : ইছামতীর কোলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আদর্শ ভ্রমণ স্থল টাকি
advertisement
1/10

ফটো গ্যালারির জন্য সীমান্তবর্তী এলাকায় মনোরম দৃশ্যের পাশাপাশি নিলিবিলি পরিবেশে নদীর পাড়ে একান্তে সময় কাটাতে চান প্রিয়জন বা পরিবারের সঙ্গে? তাহলে একদিনের ছুটি কাটাতে ঘুরে আসতেই পারেন টাকি। সদর শহর বারাসাত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে ইছামতীর নদীর ধারেই রয়েছে এই সুন্দর ভ্রমণ স্থল। ( রুদ্র নারায়ণ রায় )
advertisement
2/10
ভাবছেন কীভাবে যাবেন? কলকাতার শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদের ট্রেনে চেপে মাত্র দু' ঘন্টার যাত্রাপথ টাকি। এছাড়াও সড়কপথে বারাসতের চাঁপাডালি মোড় থেকে হাসনাবাদ রুটের বাস ধরেও যাওয়া যাবে ইছামতীর পার ঘেসা এই সুন্দর টাকি শহরে। তবে সড়কপথের তুলনায় ট্রেনে টাকি অনেকটাই আরামদায়ক এবং তাতে সময়ও অনেকটাই কম লাগে।
advertisement
3/10
ট্রেনে সরাসরি টাকি রোড স্টেশনে নামতে হবে। সেখান থেকেই টোটো বা অটোতে চেপে পৌঁছে যেতে পারেন টাকি রাজবাড়ী ঘাটে। মূলত ছোট শহর এবং তার আশেপাশে গ্রাম্য প্রকৃতির পাশ থেকে বয়ে যাওয়া ইছামতী নদীর সুন্দর দৃশ্য। যার একদিকে ভারত অপরদিকে বাংলাদেশ। যেন সীমান্তের রেখা টেনে দিয়েছে এই ইছামতী নদী।
advertisement
4/10
এটি ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ, পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। টাকি শহরের পর হাসনাবাদ পেরিয়ে শুরু হয় সুন্দরবন এলাকা। বহু পর্যটক এখান থেকেই সুন্দরবন ঘুরতে যান। এজন্য একে। অনেকেই বলে থাকেন গেটওয়ে অফ সুন্দরবন।
advertisement
5/10
থাকার জন্য টাকি টাউনে রয়েছে বিভিন্ন গেস্টহাউস এবং হোটেল। নামমাত্র খরচেও থাকতে পারেন সেখানে। তবে বিলাসবহুল হোটেলও রয়েছে। একদিনেও টাকি ভ্রমণ সেরে ফেলতে পারেন অনেকে, তবে যারা গ্রাম্য প্রকৃতির বা গ্রামের পরিবেশ উপভোগ করতে চান তারা দু'দিনের জন্য থাকতেই পারেন টাকিতে।
advertisement
6/10
ইছামতীর সৌন্দর্য ছাড়াও, ভ্রমণপিপাসু মানুষদের প্রধান আকর্ষণ থাকে টাকি রাজবাড়ী ঘাট। এক সময় এখানেই ছিল টাকি রাজবাড়ি। তবে কালের নিয়মে ও সংরক্ষণের অভাবে আজ তা ভগ্নপ্রায়। বটগাছের ঝুরি নেমেছে রাজবাড়ির দেওয়াল জুড়ে। আর সেই স্মৃতিকে মনে রেখেই তৈরি হয়েছে রাজবাড়ি ঘাট।
advertisement
7/10
ভারত বাংলাদেশের সীমান্ত হওয়ায় এখানকার নৌকাগুলিতে থাকে ভারতের পতাকা। আপনিও চাইলে ঘুরতে পারেন নদীর বুকে। তবে সীমান্তে পাহারার দায়িত্বে থাকা জওয়ানদের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন আগে থেকে।
advertisement
8/10
এর পর, রয়েছে টাকি জোড়া মন্দির। টাকি জমিদার বাড়ির গুপীনাথ রায় চৌধুরী একটি পুকুর কেটে তার পাড়ে দুটি শিব মন্দির স্থাপন করেছিলেন। এ ছাড়াও রয়েছে মিনি সুন্দরবন। টাকি পৌরসভার উদ্যোগে এই মিনি সুন্দরবন, সুন্দরবনের একটি মডেল হিসেবে ব্যবহার করা হয়।
advertisement
9/10
মাত্র পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে ভ্রমণ করে নিতে পারেন এই মিনি সুন্দরবন। সেখানেই একটি সরু ব্রিজ চলে গিয়েছে গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে। শেষে রয়েছে একটি বিশ্রাম স্থল। চারিদিক শান্ত এবং ম্যানগ্রোভ অরণ্যে ভরা।
advertisement
10/10
একটু নীচে নামলেই কাঁচা রাস্তা, যা চলে গিয়েছে ইছামতীর পাড়ে। এখানে আসলেই চারিদিকের নিস্তব্ধতা আপনার মধ্যে সৃষ্টি করবে এক অ্যাডভেঞ্চারের। দু একদিনের ছুটিতে টাকির সৌন্দর্য আপনার মনকে করে তুলতে পারে সতেজ।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Taki on the banks of Ichhamati : দুই বাংলার মাঝে ইছামতী, ক্ষণিক অবসরে ঘুরে আসুন টাকি থেকে