TRENDING:

Sundarban on bike: সুন্দরবনের নতুন রাস্তা! বাইক নিয়ে সোজা ঘুরে আসুন

Last Updated:
শীতের মরশুমে পিকনিকের পাশাপাশি নতুন জায়গা ভ্রমনের চাহিদা থাকে তুঙ্গে। বাইক নিয়ে বেরিয়ে কলকাতা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যেতে পারবেন উত্তর ২৪ পরগণার সুন্দরবনে।
advertisement
1/6
সুন্দরবনের নতুন রাস্তা! বাইক নিয়ে সোজা ঘুরে আসুন
অনেকেই ক্যানিং, বাসন্তি হয়ে সুন্দরবনে বেড়াতে যান। তবে এবার সুন্দরবন ভ্রমণে নতুন পথের দিশা। বাইক নিয়ে বেরিয়ে মহানগর কলকাতা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাবেন উত্তরের সুন্দরবনে।
advertisement
2/6
বাইকেই সহজে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের ফরেস্ট রেঞ্জের ঝিঙে খালি বিটের সামসেরনগরে পৌঁছে যাবেন।
advertisement
3/6
কলকাতা থেকে বাইকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চে পৌঁছে যান টাকি রোড ধারে হাসনাবাদ ও সেখান থেকেই লেবুখালী রোড পেরিয়ে পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগণার সুন্দরবনের কালিতলা গ্রাম পঞ্চায়েতের সুন্দরবনের সামসের নগরে।
advertisement
4/6
শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশন থেকে বোট কিংবা লঞ্চে জলপথে পৌঁছে যেতে পারেন সুন্দরবনে।
advertisement
5/6
সামসের নগরের কালিতলায় থাকার জন্য হোটেল পাবেন। সেখানে সরু খাড়ির ওপারে সুন্দরবন ও ঠিক এপারে লোকালয়।
advertisement
6/6
বিকালে কিংবা সকালের দিকে হরিণের দেখা মিলতে পারে। কালিতলা থেকে বোট কিংবা লঞ্চে সুন্দরবনের খাড়ি ঘুরে আসতে পারেন। সাক্ষাৎ হতে পারে বাঘের সঙ্গেও।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Sundarban on bike: সুন্দরবনের নতুন রাস্তা! বাইক নিয়ে সোজা ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল