Sundarban on bike: সুন্দরবনের নতুন রাস্তা! বাইক নিয়ে সোজা ঘুরে আসুন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
শীতের মরশুমে পিকনিকের পাশাপাশি নতুন জায়গা ভ্রমনের চাহিদা থাকে তুঙ্গে। বাইক নিয়ে বেরিয়ে কলকাতা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যেতে পারবেন উত্তর ২৪ পরগণার সুন্দরবনে।
advertisement
1/6

অনেকেই ক্যানিং, বাসন্তি হয়ে সুন্দরবনে বেড়াতে যান। তবে এবার সুন্দরবন ভ্রমণে নতুন পথের দিশা। বাইক নিয়ে বেরিয়ে মহানগর কলকাতা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাবেন উত্তরের সুন্দরবনে।
advertisement
2/6
বাইকেই সহজে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের ফরেস্ট রেঞ্জের ঝিঙে খালি বিটের সামসেরনগরে পৌঁছে যাবেন।
advertisement
3/6
কলকাতা থেকে বাইকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চে পৌঁছে যান টাকি রোড ধারে হাসনাবাদ ও সেখান থেকেই লেবুখালী রোড পেরিয়ে পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগণার সুন্দরবনের কালিতলা গ্রাম পঞ্চায়েতের সুন্দরবনের সামসের নগরে।
advertisement
4/6
শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশন থেকে বোট কিংবা লঞ্চে জলপথে পৌঁছে যেতে পারেন সুন্দরবনে।
advertisement
5/6
সামসের নগরের কালিতলায় থাকার জন্য হোটেল পাবেন। সেখানে সরু খাড়ির ওপারে সুন্দরবন ও ঠিক এপারে লোকালয়।
advertisement
6/6
বিকালে কিংবা সকালের দিকে হরিণের দেখা মিলতে পারে। কালিতলা থেকে বোট কিংবা লঞ্চে সুন্দরবনের খাড়ি ঘুরে আসতে পারেন। সাক্ষাৎ হতে পারে বাঘের সঙ্গেও।