North 24 Parganas News: ফুল-ফলের পাশাপাশি নজর কাড়ছে বনসাই, পুষ্প প্রদর্শনী দেখতে উপচে পড়া ভিড় বসিরহাটে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়।
advertisement
1/6

ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বোধহয় নেই। ফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমরা। শীতের ফুলের সম্ভাহারে মেতে ওঠে পরিবেশ। ফুলের ডালি সেজে বসিরহাটে শুরু হল পুষ্প প্রদর্শনী।
advertisement
2/6
বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়।
advertisement
3/6
চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদার পাশাপাশি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে স্যালভিয়া, পিটুনিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো মরশুমি ফুলে প্রদর্শনী ভরে উঠেছে।
advertisement
4/6
এই পুষ্প প্রদর্শনীতে শীতকালীন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুলের সম্ভার উপচে পড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছও এই প্রদর্শনীতে আছে।
advertisement
5/6
ছোট্ট মাটির পাত্রে পূর্ণ গাছের আদলে বট, চাইনিজ এলম যে গাছগুলো সহজে বেঁচে থাকতে পারে তাদের ছোট আকারে সুন্দর করে বাঁচিয়ে রাখার শিল্প যা বনসাই নামে পরিচিত।
advertisement
6/6
প্রদর্শনীতে ছোট বোতাম থেকে শুরু করে মাঝারি ফুটবল পর্যন্ত বিভিন্ন আকারের চন্দ্রমল্লিকা ফুল প্রদর্শনীতে আছে, তেমনি আছে নানা রং ও নকশার বাহার।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ফুল-ফলের পাশাপাশি নজর কাড়ছে বনসাই, পুষ্প প্রদর্শনী দেখতে উপচে পড়া ভিড় বসিরহাটে