TRENDING:

Durga Puja 2023: বসিরহাটে দুর্গাপুজোয় প্যান্ডেলে আদিযোগী থিম নজর কাড়ল শহরবাসীর

Last Updated:
Durga Puja 2023: পুজোয় প্যান্ডের উচ্চতা ৭০ ফুট, চওড়ায় ৯০ ফুট, থিমের শিবের মূর্তির উচ্চতা ৩০ ফুট।  প্যান্ডেলের ভিতরে দেবী দূর্গার সনাতনী রুপ ফুটিয়ে তোলা হবে। 
advertisement
1/6
বসিরহাটে দুর্গাপুজোয় প্যান্ডেলে আদিযোগী থিম নজর কাড়ল শহরবাসীর
দুর্গাপুজোয় প্যান্ডেলে আদিযোগী থিম নজর কাড়ল শহরবাসীর।
advertisement
2/6
গোটা প্যান্ডেল চত্বর বরফের চাদরে ঢাকা, ফুটিয়ে তোলা হয়েছে পাহাড়ে রূপ।
advertisement
3/6
শিব ঠাকুরের ধ্যানরত মণ্ডপ দেখলেই কোয়েম্বাটুরের আদিযোগীর কথা মনে পড়ে যাবে।
advertisement
4/6
প্রতিবছরই দুর্গা পুজোতে বসিরহাট শহরবাসীর ভিড় নামে এই পুজো মণ্ডপে। গোটা বছর বসিরহাটবাসী এই পুজো আসার অপেক্ষায় থাকেন।
advertisement
5/6
এই পুজোয় প্যান্ডের উচ্চতা ৭০ ফুট, চওড়ায় ৯০ ফুট, থিমের শিবের মূর্তির উচ্চতা ৩০ ফুট।
advertisement
6/6
বসিরহাটের প্রান্তিক মাঠে এবারের পুজোর থিম কোয়াম্বাটুরে শিবের মূর্তির আদলে আদিযোগী। যা নজর কাড়ল শহরবাসীর
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: বসিরহাটে দুর্গাপুজোয় প্যান্ডেলে আদিযোগী থিম নজর কাড়ল শহরবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল