Durga Puja 2023: সিলিকনের দুর্গার পর 'প্ল্যাটফর্ম'! এবারেও বিরাট চমক বরাহনগর ন'পাড়া দাদাভাই সংঘে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Durga Puja 2023: এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম, 'জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্যই' দাবি উদ্যোক্তাদের।
advertisement
1/6

গত বছর সিলিকনের দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছিল বরাহনগর ন'পাড়া দাদাভাই সংঘের পুজো। সেই মুর্তি ঠাঁই পেয়েছে কলকাতা বিমানবন্দরে।
advertisement
2/6
এ বছর তাদের দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে প্ল্যাটফর্ম, 'জীবন যুদ্ধে প্রত্যেকেই ছুটে চলেছে কোনও একটি প্লাটফর্ম পাওয়ার জন্যই' দাবি উদ্যোক্তাদের।
advertisement
3/6
লোহা, টিন, তার সহ নানা জিনিস ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের শিল্প ভবনা।
advertisement
4/6
মহালয়ার দিন থেকেই খুলে যাবে এই প্যান্ডেলের দরজা, এবছরও বিশেষ চমক দেওয়ার অপেক্ষায় উদ্যোক্তারা
advertisement
5/6
প্রতিমার দায়িত্বে রয়েছেন গত বছর সিলিকনের দুর্গা বানিয়ে নজরকারা শিল্পী সুবিমল দাস, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
advertisement
6/6
উদ্যোক্তাদের দাবি প্রতিবছরের মতই এ বছরও দাদা ভাই সংঘের মন্ডপসজ্জা আকর্ষিত করবে দর্শনার্থীদের।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: সিলিকনের দুর্গার পর 'প্ল্যাটফর্ম'! এবারেও বিরাট চমক বরাহনগর ন'পাড়া দাদাভাই সংঘে