TRENDING:

Zero Rupee's Note: দুর্নীতির বিরুদ্ধে এক বড় হাতিয়ার শূন্য টাকার নোট! সঙ্গে অনেক অনিয়ম করবে খতম

Last Updated:
Zero Rupee's|Reserve Bank of India|RBI|Eliminate Corruption Against At All Levels|Buzz: শূন্য টাকার নোটের আসল উদ্দেশ্য হল গোড়া থেকে দুর্নীতিকে দূর করা
advertisement
1/8
দুর্নীতির বিরুদ্ধে এক বড় হাতিয়ার শূন্য টাকার নোট! সঙ্গে অনেক অনিয়ম করবে খতম
অনেকেই মনে করে থাকেন এক টাকার নোট বর্তমানে চোখে পড়েনা বললেই চলে ৷ তবে শুধুই মনে করা নয় প্রকৃত পক্ষেই এক টাকার নোট দেখতেই পাওয়া যায়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
তবে সব থেকে বড় চমকের কথা এটাই যে ভারতে ০ টাকার নোটও আছে ৷ তবে এই নোটের প্রকৃত উদ্দেশ্যে হল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ৷ প্রকৃত পক্ষে এই শূন্য টাকার নোটের লড়াই হল ঘুষের বিরুদ্ধে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
সমস্ত কিছু চিন্তা ভাবনার আগে দেখতে হবে এই বিষয়টি কেন রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টির অনুমোদন দিয়েছে? ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে দেখতে কি আদৌ মজা করার জন্য এই নোটের প্রচলন করা হয়েছে? শূন্য টাকার নোট একটি বিরাট অর্থে বাজারে প্রচলিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
৩ মিলিয়নের বেশি শূন্য টাকার নোট বাজারে ঘুরছে ৷ যদি এটি রিজার্ভ ব্যাঙ্ক না হয় তবে এই নোটের অনুমোদক কে? পঞ্চম স্তম্ভ? পঞ্চম স্তম্ভ হল চেন্নাইয়ের একটি এনজিও কাম পিভিও (Private Voluntary Organization) দুর্নীতির বরুদ্ধে অভিানের জন্যই এই পদক্ষেপ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
সভ্যতার থেকে দুর্নীতি নিমূল করতেই এই পদক্ষেপ বলেই মনে করেন সবাই ৷ ২০০৭ সালে শূন্য টাকার নোট বাজারে এসেছিল ৷ সমাজে এমন কিছু মানুষ আছেন যাঁরা নিলর্জ্জ ঘুষ নেন, যাঁদের মননে এখনও ঘুষের বাসা তাঁদের কথাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এনজিও কাম পিভিও এই নোট ছড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রান্তে রেলওয়ে স্টেশনে, বাসস্ট্যান্ডে, বাজারে সহ বিভিন্ন স্থানে যেখানে বহু মানুষের সমাগম হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়ার করার জন্য বারেবারে স্মরণ করিয়ে দেয় ৷ ০ টাকার নোট নোট প্রায় ৫০ টাকার নোটের মতই দেখতে ৷ আসল নোটের থেকে আকারে বড় ৷ রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় লেখা আছে ৷ (Eliminate Corruption Against At All Levels) এছাড়াও এই নোট সঙ্কেত বহন করে অনেক কিছুরই ৷ সাধারণ মানুষ পদক্ষেপ গ্রহণ করতে পারে যদি কোনও কাজের জন্য ঘুষ চাওয়া হয় সেক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
নোটের মধ্যে ফোন নম্বর আছে এই নম্বরই বলে দেয় এটি দেশের মুদ্রা নয় এটি দুর্নীতি দমনের একটি অস্ত্র ৷ বিভিন্ন ভাষাতেই এই নোট পাওয়া যায় যেমন - হিন্দি, কন্নড়, তেলুগু, মালায়ালাম, তামিল ৷ দেশবাসীরা এই নোট নোট ডাউনলোড করতে পারেন jpg format-এ, বিশদ তথ্য পাবেন www.5thpillar.org-এই ওয়েবসাইটে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Zero Rupee's Note: দুর্নীতির বিরুদ্ধে এক বড় হাতিয়ার শূন্য টাকার নোট! সঙ্গে অনেক অনিয়ম করবে খতম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল