Viral Photos|| ১-২-৩ নয়, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এই মহিলা! তুমুল ভাইরাল সব ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Woman gave birth to 4 children, Viral photos: অনেকেই তিন সন্তানে জন্ম দিয়েছেন। কিন্তু একসঙ্গে চার শিশু জন্ম দেওয়ার ঘটনা বিরল। তিন সন্তানের জন্ম দিলেও অনেকক্ষেত্রে শিশুরা সুস্থ স্বাভাবিক থাকে না। সব শিশুর ওজন এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। কিন্তু এ ক্ষেত্রে চার শিশুই সুস্থ রয়েছেন।
advertisement
1/5

*এক,দুই, তিন নয়। একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক মহিলা। অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। দুই ছেলে ও দুই মেয়ে ভূমিষ্ঠ হয়েছে তাঁর।
advertisement
2/5
*যে চিকিৎসক ওই মহিলার অস্ত্রোপচার অরেছেন, তিনি পাঁচ বছর ধরে ওই হাসপাতালের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, আগে অনেকেই তিন সন্তানে জন্ম দিয়েছেন। কিন্তু একসঙ্গে চার শিশু জন্ম দেওয়ার ঘটনা বিরল। তিন সন্তানের জন্ম দিলেও অনেকক্ষেত্রে শিশুরা সুস্থ স্বাভাবিক থাকে না। সব শিশুর ওজন এক থেকে দেড় কেজির মধ্যেথাকে। কিন্তু এ ক্ষেত্রে শিশুরা সকলেই সুস্থ রয়েছেন।
advertisement
3/5
*জানা গিয়েছে,ওই মহিলার আগে একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু তাঁর পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ছিল। ফলে পুত্র সন্তানের আশায় ফের গর্ভবতী হন। নতুন মা সর্বজিৎ কৌর বলেন, 'অনেক লোক সন্তানের জন্য আকুল হয়ে থাকেন। ঈশ্বর আমার কথা শুনেছেন।'
advertisement
4/5
*অমৃতসরের গুরু নানক হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়ে নজির গড়েছেন তিনি। চার শিশুই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। চিকিৎসকের মতে, শিশুদের ওজন দেড় কেজির কাছাকাছি। বর্তমানে চার শিশুকে আইসিইউতে রাখা হয়েছে।'
advertisement
5/5
*চার শিশু একসঙ্গে ভূমিষ্ঠ হওয়ায় খুশি কৌর পরিবার। ঈশ্বরকে ধন্যবার জানানোর পাশাপাশি তাঁরা হাসপাতালের চিকিৎসক এবং নার্সদেরও ধন্যবাদ জানিয়েছেন।