TRENDING:

ভেলোরে কেন চিকিৎসার খরচ কম! রহস্যটা কী জানেন? জানলে অবাক না হয়ে পারবেন না

Last Updated:
Vellore treatment cost is low- ভেলোরে হাসপাতালগুলির বেশিরভাগ খরচ হয় চ্যারিটেবল মিশনারি ট্রাস্টের তহবিল থেকে। ফলে সেখানে চিকিৎসার জন্য যন্ত্র কেনা থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ, সব খরচই চলে ট্রাস্টের হিসেবে। তাই রোগীদের উপর বাড়তি বিলের বোঝা চাপে না।
advertisement
1/7
ভেলোরে কেন চিকিৎসার খরচ কম! রহস্যটা কী জানেন? জানলে অবাক না হয়ে পারবেন না
বাংলা থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী ডাক্তার দেখাতে যায় ভেলোরে। কলকাতায় বা দেশের অন্য অনেক জায়গায় হাসপাতালে চিকিৎসার খরচ বেশি। সেই তুলনায় ভেলোরে অনেক কম খরচে চিকিৎসা করানো যায়।
advertisement
2/7
অনেক রোগী ও তাঁদের পরিবারের লোকজন দাবি করেন, ভেলোরে চিকিৎসা পদ্ধতি অন্য জায়গার থেকে ভাল। তবে সে দাবি তর্কসাপেক্ষ। কিন্তু ভেলোরে এত সস্তায় চিকিৎসা হয় কী করে! কী রহস্য লুকিয়ে এর পিছনে!
advertisement
3/7
আসল কারণটা হল চ্যারিটেবল ট্রাস্ট। ভেলোরে খ্রিস্টান মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে। সেখানে বেশিরভাগ হাসপাতাল চ্যারিটেবল বা সেবামূলক ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। ফলে স্বাভাবিকভাবেই কর্পোরেট হাসপাতালের থেকে সেখানে চিকিৎসার খরচ অনেক কম।
advertisement
4/7
কলকাতা হোক বা দেশের অন্য জায়গা, হাসপাতাল তৈরির খরচ অনেক। জমি কেনা, তার পর হাসপাতালের বিরাট ইমারত তৈরি, অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা, ডাক্তার, নার্স ও হাসপাতালের অন্য কর্মীদের বেতন, সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকার লেনদেন। ফলে সেই খরচের চাপ এসে পড়ে রোগীদের উপর।
advertisement
5/7
ভেলোরে হাসপাতালগুলির বেশিরভাগ খরচ হয় চ্যারিটেবল মিশনারি ট্রাস্টের তহবিল থেকে। ফলে সেখানে চিকিৎসার জন্য যন্ত্র কেনা থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ, সব খরচই চলে ট্রাস্টের হিসেবে। তাই রোগীদের উপর বাড়তি বিলের বোঝা চাপে না।
advertisement
6/7
এই যেমন ধরুন ভেলোরের জনপ্রিয় সিএমসি হাসপাতাল পরিচালনার দায়িত্ব কেনেডিয়ান চ্যারিটেবল ট্রাস্ট-এর উপর। ফলে সেখানে কর্পোরেট ধাঁচে কোনওকিছুই চলে না।
advertisement
7/7
ওটি থেকে বেড ভাড়া, সবই সেখানে কম। কিন্তু কর্পোরেট পরিচালিত হাসপাতালে রিটার্ন অন ইনভেস্টমেন্ট-এর ব্যাপারটি থাকে। অর্থাৎ যা বিনিয়োগ হয়েছে তার থেকে লাভ তোলার ব্যাপার।
বাংলা খবর/ছবি/দেশ/
ভেলোরে কেন চিকিৎসার খরচ কম! রহস্যটা কী জানেন? জানলে অবাক না হয়ে পারবেন না
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল