TRENDING:

‍5 Rupee Coin: খেয়াল করেছেন! বাজার থেকে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে পুরনো ৫ টাকার কয়েন, কেন বলুন তো?

Last Updated:
বাজারে ১০, ২০ টাকার কয়েন চলে এলেও এখনও চলছে ৫ টাকার কয়েন। কিন্তু, লক্ষ করেছেন, পুরনো ৫টাকার কয়েন আজকাল প্রায় দেখাই যায় না? নতুন কয়েন অনেক বেশি চকচকে। অনেক কম পুরু। তাহলে পুরনো ৫ টাকার কয়েনগুলো গেল কোথায়?
advertisement
1/6
খেয়াল করেছেন! বাজার থেকে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে পুরনো ৫ টাকার কয়েন, কিন্ত কেন?
বাজারে ১০, ২০ টাকার কয়েন চলে এলেও এখনও চলছে ৫ টাকার কয়েন। কিন্তু, লক্ষ করেছেন, পুরনো ৫টাকার কয়েন আজকাল প্রায় দেখাই যায় না? নতুন কয়েন অনেক বেশি চকচকে। অনেক কম পুরু। তাহলে পুরনো ৫ টাকার কয়েনগুলো গেল কোথায়?
advertisement
2/6
৫ টাকার পুরনো কয়েন কিন্তু অনেক অনেক পুরু ছিল। ওই কয়েন তৈরিতে আরও বেশি ধাতু ব্যবহার করা হত। জানেন কি, যে ধাতুতে এই কয়েন তৈরি হত, সেটা দিয়েই দাড়ি কামানোর ব্লেড বানানো হয়? আর তাতেই বাড়ল বিপত্তি।
advertisement
3/6
পুরনো ৫টাকার কয়েনে ব্যবহৃত ধাতু দিয়ে অন্য জিনিসপত্র বানানোর জন্য, হঠাৎ করেই কালোবাজারি শুরু হল এই মুদ্রার। এমনকি,৫ টাকার কয়েন অবৈধভাবে বাংলাদেশেও পাচার হত। সেখানে এই কয়েনগুলো গলিয়ে সেই ধাতু দিয়ে তৈরি করা হতো ব্লেড।
advertisement
4/6
জানলে অবাক হবেন, এই একটা কয়েন থেকে ৬টা ব্লেড তৈরি হতো। আর একটা ব্লেড বিক্রি হত ২ টাকায়। এভাবে ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড বানিয়ে ১২ টাকায় বিক্রি করা যেত।
advertisement
5/6
যখন সরকার এই গোটা বিষয়টা জানতে পারে তখন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নেয়, ৫ টাকার কয়েন আগের তুলনায় পাতলা করে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশীরা যাতে ব্লেড তৈরি করতে না পারে সেজন্য কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুও পরিবর্তন করা হয়। ৫ টাকার কয়েন পাল্টে যায় এক্কেবারে।
advertisement
6/6
সাধারণত, কোনও কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুর যা মূল্য, তা-ই ওই মুদ্রার বা কয়েনের মূল্য হিসাবে বিবেচনা করা হয়। পুরনো ৫ টাকার কয়েনের ক্ষেত্রে, ধাতুর দাম, কয়েনের মান-এর তুলনায় বেশি ছিল। যে কারণে, চোরাকারবারিরা অতি সহজেই তা কাজে লাগাতে পেরেছিল।
বাংলা খবর/ছবি/দেশ/
‍5 Rupee Coin: খেয়াল করেছেন! বাজার থেকে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে পুরনো ৫ টাকার কয়েন, কেন বলুন তো?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল