TRENDING:

পুজোয় বান্ধবীকে নিয়ে বাইকে ঘুরবেন! হেলমেট নিয়ে এল বড়সড় নির্দেশিকা

Last Updated:
WHO guidelines on helmet: পুজোয় বাইকে ঘুরবেন ভেবেছেন! তাও হেলমেট ছাড়া! তার আগে এই প্রতিবেন পড়ে নিন।
advertisement
1/6
পুজোয় বান্ধবীকে নিয়ে বাইকে ঘুরবেন! হেলমেট নিয়ে এল বড়সড় নির্দেশিকা
আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজো মানেই কয়েকটা দিন একেবারে বাধনছাড়া আনন্দ। পুজো মানে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। আর প্যান্জের হপিং-এর জন্য অনেকেরই ভরসা বাইক বা স্কুটি।
advertisement
2/6
পুজোয় অনেকেই বান্ধবী বা স্ত্রীকে নিয়ে বাইকে চেপে ঘোরাঘুরির প্ল্যান করেন। তবে পুজোর সময় তাঁদের মধ্যে অনেকেই হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হন। তাঁদের এবার সাবধান হওয়ার পালা।
advertisement
3/6
বিশ্বস্বাস্থ্য সংস্থা এবার সারা বিশ্বে হেলমেট সংক্রান্ত গাইডলাইন জারি করেছে। পথ নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখে হু এই গাইডলাইন জারি করেছে।
advertisement
4/6
হু জানিয়েছে, পুরো মুখ ঢাকা হেলমেট পরে বাইক বা স্কুটি চালানো উচিত রাইডারের। হেলমেট পরা থাকলে বড়সড় আঘাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে ৬৪ শতাংশ পর্যন্ত। মস্তিষ্কে আঘাত এড়ানো যেতে পারে ৭৪ শতাংশ পর্যন্ত।
advertisement
5/6
হু জানিয়েছে, এমনিতেই রাস্তায় প্রচুর বাইক ও স্কুটি চলে। তার উপর ইলেকট্রিক স্কুটার আরও বেশি পরিমাণে আসছে বাজারে। ফলে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। রাইডার-এর জীবন বাঁচাতে ফুল ফেস হেলমেট কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
6/6
হু জানিয়েছে, পথ দুর্ঘটনার ফলে যেমন চালকের মৃত্যু হয়, তেমনই পথচলতি মানুষেরও মৃত্যু হয়। তাই এই গাইডলাইন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
পুজোয় বান্ধবীকে নিয়ে বাইকে ঘুরবেন! হেলমেট নিয়ে এল বড়সড় নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল