TRENDING:

জগদীপ ধনখড়ের মতো 'ভুল' আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?

Last Updated:
অক্টোবর-নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন। এরপর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও অসমেও নির্বাচন রয়েছে ২০২৬-এ। তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে এই ভোটের অঙ্ককেও গুরুত্ব দিচ্ছে বিজেপি।
advertisement
1/8
জগদীপ ধনখড়ের মতো 'ভুল' আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?
জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফার পর, কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, তা নিয়ে তৈরি হয়েছে চরম জল্পনা। নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে প্রস্তুতি, তবে এনডিএ-র প্রার্থী নির্ধারণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপ সফর থেকে ফেরা মাত্র।
advertisement
2/8
সোমবার রাতে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যদিও সূত্রের খবর, সরকারের সঙ্গে মতবিরোধই তাঁর ইস্তফার নেপথ্য কারণ।
advertisement
3/8
জানা গিয়েছে, ২১ জুলাই বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণ সংক্রান্ত বিরোধী দলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী মোদী অসন্তুষ্ট হয়েছিলেন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ধনখড় পদত্যাগ করেন।
advertisement
4/8
নতুন উপরাষ্ট্রপতি কে হবেন? সেই প্রশ্নেই এখন সরগরম দিল্লির রাজনীতি। বিজেপি সূত্রে খবর, এখনো নির্দিষ্ট নাম চূড়ান্ত হয়নি, তবে ঠিক হয়ে গেছে—প্রার্থী হবেন বিজেপির মধ্যেই থেকে। এবার বিজেপি "সংগঠনিক যোগ" এবং "আদর্শিক শুদ্ধতা"-কে বেশি গুরুত্ব দেবে, না হয় আগের মতো ‘এক্সপেরিমেন্ট’ করা হবে না।
advertisement
5/8
বিজেপির মতে, ধনখড়ের ‘আউটস্পোকেন’ ও ‘অপ্রচলিত’ স্টাইল সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। এবার তাই বেছে নেওয়া হবে এমন কাউকে যিনি হবেন দলীয় নীতির অনুগত এবং সরকারের সঙ্গে সুসমন্বয় রক্ষা করতে পারবেন।
advertisement
6/8
বিজেপির একাংশ মনে করছেন, এবার আর ধনখড়ের মতো প্রোফাইল নয়, বরং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং-এর মতো কাউকে নির্বাচন করা হতে পারে, যিনি সরকারের সঙ্গে পাঁচ বছরের বেশি সময় ধরে সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছেন।
advertisement
7/8
অক্টোবর-নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন। এরপর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও অসমেও নির্বাচন রয়েছে ২০২৬-এ। তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে এই ভোটের অঙ্ককেও গুরুত্ব দিচ্ছে বিজেপি। জনসমর্থন আদায় ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে প্রার্থী নির্বাচনে কৌশলী হবে দল।
advertisement
8/8
নির্বাচন কমিশন ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পিসি মোদীকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকছেন রাজ্যসভা সচিবালয়ের যুগ্মসচিব গরিমা জৈন এবং অধিকর্তা বিজয় কুমার। আইন ও বিচার মন্ত্রকের সঙ্গে পরামর্শের পরেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
জগদীপ ধনখড়ের মতো 'ভুল' আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল