সোনম ঠিক কবে থেকে তলে তলে পরকীয়া শুরু করলেন...রাজা খুন, রাজনীতির ময়দানেও তোলপাড়, নেতারা কী বললেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Meghalaya Honeymoon Couple: মাত্র ১২ দিন আগে, ১১ মে ২০২৫-এ তাঁদের বিয়ে হয়েছিল। আর ২৩ মে, শিলং-এ রাজাকে হত্যা করা হয়। এক মাসও পেরোয়নি—সোনম হয়ে উঠলেন বিশ্বাসঘাতক।
advertisement
1/11

মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷
advertisement
2/11
এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। মাত্র ১২ দিন আগে, ১১ মে ২০২৫-এ তাঁদের বিয়ে হয়েছিল। আর ২৩ মে, শিলং-এ রাজাকে হত্যা করা হয়। এক মাসও পেরোয়নি—সোনম হয়ে উঠলেন বিশ্বাসঘাতক।
advertisement
3/11
হত্যাকাণ্ডের অভিযোগে মেঘালয় পুলিশ সোনম সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে সোনম-সহ তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিনজন পেশাদার খুনি জড়িত।
advertisement
4/11
এই ঘটনায় সাধারণ মানুষের মতো রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেঘালয়, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের নেতারা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
5/11
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। ৯ জুন এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, "রাজা রঘুবংশী হত্যা মামলায় সাত দিনের মধ্যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেয়েছে মেঘালয় পুলিশ। সোনম রঘুবংশী-সহ এই চারজন ধরা পড়েছে, আর একজন পলাতক। অপরাধীদের শাস্তি নিশ্চিত করব।" তিনি আরও বলেন, এই ঘটনা মেঘালয়ের পর্যটন দুনিয়ার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পর্যটকদের নিরাপত্তা বাড়াতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
6/11
মধ্যপ্রদেশের রাজনৈতিক প্রতিক্রিয়া ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে মধ্যপ্রদেশের নেতারাও মুখ খুলেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র বলেন, "এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও স্তম্ভিত করে দেওয়ার মতো। ইন্দোর পুলিশ ও গাজিপুর পুলিশের সমন্বয়ে সোনমকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।"
advertisement
7/11
অন্যদিকে, ইন্দোরের বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানি কেন্দ্রীয় সরকারের কাছে সিবিআই তদন্তের দাবি সমর্থন করে বলেন, "রঘুবংশী পরিবার যা বলছে, তা একেবারে যৌক্তিক। এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য সামনে আসতেই হবে।"
advertisement
8/11
পাঁচ বছরের ছোট প্রেমিক রাজ কুশওয়াহা৷ আর ৫ বছরের বড় স্বামী রাজা রঘুবংশী৷ মাঝে সোনম রঘুবংশী৷ রাজা রঘুবংশী মনে হয় ঘুণাক্ষরেও টের পাননি এমন ত্রিকোণ প্রেমের৷ যার জেরে প্রাণটাই খোয়াতে হল তাঁকে৷ কিন্তু, কীভাবে পুলিশ বুঝতে পারল, যে স্থানীয় কোনও ব্যক্তি নয়, রাজা রঘুবং শীর খুনের পিছনে অন্য কেউ রয়েছে, বরং থাকতে পারে খোদ তাঁর নিজের স্ত্রী সোনম, উত্তর লুকিয়ে আছে ছোট্ট ক্লুয়ের ভিতর৷
advertisement
9/11
উত্তরপ্রদেশের গাজিপুর সংযোগ ও প্রতিক্রিয়া সোনমকে গাজিপুর (উত্তরপ্রদেশ) থেকে গ্রেফতার করা হয়। ফলে এখানকার নেতারাও মুখ খুলেছেন। গাজিপুরের সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি বলেন, "এই মামলা প্রেম, বিশ্বাসঘাতকতা ও অপরাধের এক মিশ্র কাহিনি। গাজিপুর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, কিন্তু পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি।"
advertisement
10/11
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "গাজিপুরে সোনম রঘুবংশীর গ্রেফতার প্রমাণ করে, উত্তরপ্রদেশ পুলিশ অপরাধীদের ছাড় দেয় না। এই হত্যার সমস্ত সত্য সামনে আনা হবে।"
advertisement
11/11
এই ঘটনায় এখনও পর্যন্ত দিল্লির কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের খবর, রঘুবংশী সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি নজরে রাখলেও, এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।