Mission Shakti: অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ঠিক কী? জেনে নিন...
Last Updated:
কী এই মিশন শক্তি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন, বিশ্বের প্রথম সারির মহাকাশ শক্তিধর দেশগুলির ক্লাবে ঢুকে পড়ল ভারতও৷ মহাকাশ গবেষণায় এ বার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের সঙ্গেই চতুর্থ দেশটির নাম ভারত৷
advertisement
1/5

ভারত আজ মহাকাশ শক্তিতে এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে একটি অব্যবহৃত উপগ্রহকে ধ্বংস করল মহাকাশে৷ এই মিশনের নাম 'মিশন শক্তি৷'
advertisement
2/5
কী এই মিশন শক্তি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন, বিশ্বের প্রথম সারির মহাকাশ শক্তিধর দেশগুলির ক্লাবে ঢুকে পড়ল ভারতও৷ মহাকাশ গবেষণায় এ বার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের সঙ্গেই চতুর্থ দেশটির নাম ভারত৷
advertisement
3/5
অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ধ্বংসের এই মিশনটির নামই 'মিশন শক্তি'৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইলটি ঠিক কী? মোদি জানান, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হল, এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র, যা মহাকাশে কোনও লাইভ স্যাটেলাইটকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে৷
advertisement
4/5
অর্থাত্ মহাকাশ যুদ্ধেও ভারত এখন শক্তিশালী৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হল শক্তিশালী মহাকাশ অস্ত্র৷ এই ক্ষেপণাস্ত্র এমন ভাবে তৈরি, যা স্ট্র্যাটেজিক মিলিটারি পারপাসেই ব্যবহার করা হয়৷
advertisement
5/5
এই অত্যাধুনিক প্রযুক্তি এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ যুদ্ধের জন্য ব্যবহার করেনি৷ বেশির ভাগ দেশই নিজেদের অবব্যহৃত স্যাটেলাইট ধ্বংস করেছে৷