Indian Railways: দিল্লির জন্য আরও স্পেশাল ট্রেন চলবে বাংলা থেকে! কোথা থেকে কবে ছাড়ছে জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: হোলি পরবর্তীতে যাত্রীদের ভিড় বেড়েছে, মালদহ থেকে দিল্লি নতুন স্পেশাল ট্রেন, আরও দুটি স্পেশাল ট্রেনের সময় বৃদ্ধি
advertisement
1/6

আপনার কি দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে। বা দিল্লি সহ আশেপাশের পর্যটন কেন্দ্র গুলিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু ট্রেনের টিকিট মিলছে না। তবে আপনার জন্য সুখবর। রেলের পক্ষ থেকে দিচ্ছে সুবর্ণ সুযোগ। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। (হরষিত সিংহ)
advertisement
2/6
দিল্লির জন্য নতুন করে এই স্পেশাল ট্রেন চলবে। যাত্রীদের ভিড় সামাল দিতেই রেলের এমন উদ্যোগ।
advertisement
3/6
রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলওয়ে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে দুটি ট্রেন চলাচল করবে। মালদহ টাউন - আনন্দ বিহার এবং ভাগলপুর - নতুন দিল্লি। রেল সূত্রে জানা গিয়েছে,০৩৪১৩ মালদহ টাউন - নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি ৩১ মার্চ, ৪ ও ৭ এপ্রিল চলবে। ট্রেনটি সকাল ০৭:১০ নাগাদ মালদহ টাউন থেকে ছাড়বে। পরের দিন সকাল ০৭:৩০ নাগাদ নিউ দিল্লি পৌঁছাবে।
advertisement
4/6
০৩৪১৪ নিউ দিল্লি - মালদহ টাউন স্পেশাল ট্রেনটি ০১,০৫ ও ০৮ এপ্রিল সকাল ১০:৩০ নাগাদ নিউ দিল্লি থেকে ছাড়বে। পরের দিন সকাল ০৭:৫৫ নাগাদ মালদহ টাউনে পৌঁছাবে। এই ট্রেনটি যাওয়া-আসা দুই দিক দিয়েই পূর্ব রেলের নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, বারিয়ারপুর, জামালপুর, ধরহারা, আভায়পুর এবং কাজরা স্টেশনে থামবে। ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড ব্যবস্থা থাকবে।
advertisement
5/6
এছাড়াও পূর্ব রেল নির্ধারিত দুটি হোলি স্পেশাল ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি হল০৩৪৩৫ মালদহ টাউন - আনন্দ বিহার হোলি স্পেশাল ০৮ এপ্রিল মালদহ টাউন থেকে ছাড়বে।
advertisement
6/6
০৩৪৩৬ আনন্দ বিহার - মালদহ টাউন হোলি স্পেশাল ০৯ এপ্রিল আনন্দ বিহার থেকে ছাড়বে।০৩৪৮৩ ভাগলপুর - নতুন দিল্লি হোলি স্পেশাল ০২,০৬ এপ্রিল ভাগলপুর থেকে ছাড়বে। ০৩৪৮৪ নতুন দিল্লি - ভাগলপুর হোলি স্পেশাল ০৩ ও ০৭ এপ্রিল নতুন দিল্লি থেকে ছাড়বে। ট্রেনগুলির বুকিং শুরু হয়েছে।