Weather Update: সমুদ্রের উথালপাথাল, হুহু করে বইছে হাওয়া, তুমুল বৃষ্টি জারি, কলকাতার ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৮ শতাংশ৷
advertisement
1/8

#কলকাতা: সাইক্নোনিক সার্কুলেশনের জেরে এখনও নাজেহাল অবস্থা দক্ষিণ ভারতের৷ তামিলনাডড়ু, পুদুচেরি, করাইকল, লাক্ষাদ্বীপে প্রবল বৃষ্টি হবে৷ এছাড়া কেরল, রায়লসীমা, মাহে, অন্ধ্রপ্রদেশের উকূলবর্তী জেলাগুলিতে এবং কর্নাটকের আভ্যন্তরীন অংশে প্রবল বৃষ্টি হবে৷ এমনটাই নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ Photo Courtesy- IMD/ Sattellite Image
advertisement
2/8
উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, কর্নাটকের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/8
এদিকে শুধু বৃষ্টিতেই ক্ষান্ত নয় প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ ঘণ্টায় ৪০- ৪৫ , কখনও কখনও আবার ঘণ্টায় ৫৫ কিমি বেগে হাওয়া বইবে ১৩ তারিখে৷ দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনের জেরে ফের একবার এই জোরালো হাওয়া বইবে৷ Photo Courtesy- IMD/ Sattellite Image
advertisement
4/8
১৪ তারিখেও ঝোড়ো হাওয়া জারি থাকবে ঘণ্টায় ৫৫ কিমি গতিতে হাওয়া বইবে লাক্ষাদ্বীপ, কেরল এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে৷
advertisement
5/8
এই রকম খারাপ আবহাওয়ার জেরে কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু , পুদুচেরি সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতে নির্দেশ জারি করা হয়েছে৷
advertisement
6/8
এদিকে ফের হিমালয় সংলগ্ন এলাকায় নতুন করে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা৷ যার জেরে একাধিক পার্বত্য এলাকায় ফের নতুন করে তুষারপাত হচ্ছে পাশাপাশি ইতঃস্তত, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে৷ জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টি পড়বে, হবে তুষারপাতও৷
advertisement
7/8
এদিকে কলকাতায় তাপমাত্রা আস্তেআস্তে নীচের দিকে নামছে৷ শীত এখনও আসেনি, তবে রাতের দিকের তাপমাত্রা কুড়ির কোঠায় ব্যাটিং করছে৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী আগামী চারদিনে হঠাৎ করে এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যাওয়ার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই৷ Photo Courtesy- Accuweather
advertisement
8/8
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৮ শতাংশ৷