Bengal Weather Update: বাংলায় বৃষ্টি থামবে কবে? মৌসুমি বায়ুর বিদায় শুরু! বর্ষা এবার এসেছিল ৯ দিন আগে, বড় আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bengal Weather Update- বাংলা থেকে বর্ষা বিদায়ের কোনও খবর দেয়নি আবহাওয়া দফতর৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বিশ্বকর্মা পুজোর আগে এবং পুজোর দিনেও কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
advertisement
1/7

কোনওকিছুই অতিরিক্ত ভাল নয়! এই যেমন ধরুন, এবছরের বৃষ্টি। পুজোর মুখেও আবহাওয়া ঠিকঠাক হওয়ার নাম-গন্ধ নেই। গতকাল, আজও বাংলার বহু জায়গায় ঝেঁপে বৃষ্টি নেমেছে। বহু মানুষ এবারের প্রবল বৃষ্টিতে বিরক্ত। রাস্তাঘাটের খারাপ অবস্থা, জমা জলে সাধারণ মানুষ জেরবার।
advertisement
2/7
এবার বর্ষা কেরলে প্রবেশ করেছিল নির্ধারিত সময়ের ৯ দিন আগে। মৌসুমী বায়ু সাধারণত ১ জুনের মধ্যে কেরলে প্রবেশ করে। ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে বিস্তৃত হয়। এর পর ১৭ সেপ্টেম্বরের দিকে উত্তর-পশ্চিম ভারত থেকে এটি সরে যেতে শুরু করে। ১৫ অক্টোবরের মধ্যে দেশ থেকে সম্পূর্ণরূপে সরে যায়। IMD পূর্বাভাস দিয়েছে, এবার ১৫ সেপ্টেম্বরের দিকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার পরিস্থিতি অনুকূল ছিল। তবে, এই বিদায় একদিন আগেই ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে।
advertisement
3/7
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১৪ সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বলে জানানো হয়েছে। এবার রাজস্থানের আরও কিছু অংশ এবং পঞ্জাব ও গুজরাতের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
4/7
তবে বাংলা থেকে বর্ষা বিদায়ের কোনও খবর দেয়নি আবহাওয়া দফতর৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বিশ্বকর্মা পুজোর আগে এবং পুজোর দিনেও কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি তেলেঙ্গানার উত্তর দিকে সরে গিয়েছে ৷ ফলে হায়দরাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ৷ তবে এর সরাসরি প্রভাব পড়ছে না বাংলায়।
advertisement
5/7
বরাবরই কলকাতা ও সংলগ্ন অঞ্চল থেকে বর্ষা বিদায় হয় একেবারে শেষ লগ্নে। এবারও তাই হবে। তবে ২০ সেপ্টেম্বরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে।
advertisement
6/7
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ওদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে আগামী ২-৩ দিনে বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বঙ্গবাসীর।
advertisement
7/7
উল্লেখ্য, ২০২৪ সালে বর্ষার বিদায়পর্ব ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হয়। এবার পরিস্থিতি সেরকমই। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে অক্টোবরের মাঝামাঝি, এই পুরো সময়টা জুড়ে ধীরে ধীরে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে বাংলাতেও। আর মহালয়ার মধ্যেই জানা যাবে, এবার দুর্গাপুজোর সময় বাংলায় বৃষ্টি হবে কি না!