Weather Alert: ৩ রাজ্যে জারি অ্যালার্ট, বৃষ্টিতে ভিজবে ১৪ রাজ্য, রইল কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা মিলে ফের একবার ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হবে৷ তবে বেলা বাড়লে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
1/8

#নয়াদিল্লি: দেশের অধিকাংশ রাজ্যে এই সময়ে বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে দিল্লির মৌসম ভবন নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আগামী ২-৩ জিনে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং এর পার্শ্ববর্তী রাজ্য থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হতে পারে৷ গত মঙ্গলবার আইএমডি নিজেদের রিপোর্টে জানিয়েছে আগামী ২ দিনের মধ্যে পুদুচেরির আলাদা আলাদা এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ Photo Courtesy- IMD
advertisement
2/8
অন্যদিকে আগামী ৪ দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যদিকে ওড়িশায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে৷ আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে ২৯ ও ৩০ অক্টোবর মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷
advertisement
3/8
স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী উত্তর ভারতের সমতল এলাকাতে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক এলাকায় আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে ওয়েদার৷
advertisement
4/8
স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে৷
advertisement
5/8
গত রবিবার আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছিল আগামী ৫ দিনে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে কম বৃষ্টি হবে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফেরত যেতে শুরু করবে৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম রাজস্থানে অ্যান্টি সাইক্লোন হবে৷ বাতাসে আর্দ্রতা কমে যাবে৷
advertisement
6/8
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ৷ আকাশ মূলত মেঘলা থাকবে৷ Photo Courtesy-Accuweather
advertisement
7/8
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা মিলে ফের একবার ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হবে৷ তবে বেলা বাড়লে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
8/8
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷