TRENDING:

Cyclone Ashani: ‘অশনি’ সংকেত-৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো, মৎসজীবীদের জন্য জারি সতর্কতা

Last Updated:
Cyclone Ashani: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/12
‘অশনি সংকেত’: ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো,মৎসজীবীদের জন্য জারি সতর্কতা
সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় (Cyclone)। এই ঘূর্ণিঝড়ের নাম হবে "অশনি" (Cyclone Ashani)। এই ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই (Weather Update) দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এর অবস্থান। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আরো শক্তিশালী হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত উত্তর দিকে অগ্রসর হবে এই সিস্টেমটি। সোমবার সকালে র মধ্যে ঘূর্নীঝড়ে পরিনত হবে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে প্রাথমিকভাবে এগোলেও পরবর্তীকালে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে। Photo Courtesy- Windy
advertisement
2/12
মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও। এর সরাসরি প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে আংশিক মেঘলা আকাশ এর সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়বে। Photo Courtesy- Windy
advertisement
3/12
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। Photo Courtesy- Windy
advertisement
4/12
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। অক্ষরেখার রয়েছে উত্তর প্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মারাঠা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। Photo Courtesy- Windy
advertisement
5/12
নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। এর ফলে শুষ্ক আবহাওয়ার মাঝেই জলীয়বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিতে ধীরে বাড়বে। ২২ মার্চ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। Photo Courtesy- Windy
advertisement
6/12
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ১৯মার্চ থেকে ২১ শে মার্চ পর্যন্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর। ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দক্ষিণ আন্দামান সাগর। ২১ ও ২২ মার্চ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং ২২ মার্চ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা। Photo- File
advertisement
7/12
এছাড়া দক্ষিণ ভারতের দু-একটি রাজ্যে বিশেষ করে কেরল, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবি-সোমবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের দু-একটি রাজ্যে। আগামী ২৪-৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা। মঙ্গল-বুধবার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন।এছাড়া সারা ভারতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। Photo- File
advertisement
8/12
পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে এই মুহূর্তে শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুধু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। Photo- File
advertisement
9/12
বসন্তের পরিবেশে বাড়বে গরম। আগামী ৪/৫ দিনে তাপমাত্রা একই থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ উধাও হবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বসন্তে গরমের পর্ব। কলকাতার তাপমাত্রা ২৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। Photo- File
advertisement
10/12
আজ সকালে কলকাতায় (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি শহরে। Photo- File
advertisement
11/12
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জেলায় জেলায় সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী চার পাঁচ দিনে দিনের বেলার গরম বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ আর থাকবে না। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। Photo- File
advertisement
12/12
দেশ জুড়ে তাপমাত্রা একই থাকবে। কোথাও কোথাও কিছুটা নামবে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। রাজস্থান অঞ্চলে তাপপ্রবাহের সর্তকতা। তাপপ্রবাহ হতে পারে মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায়। রাজস্থানে 25-35কিমি বেগে ধুলো ঝড় হওয়ার সম্ভাবনা। Photo- File Input- BISWAJIT SAHA
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Ashani: ‘অশনি’ সংকেত-৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো, মৎসজীবীদের জন্য জারি সতর্কতা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল