Weather Alert: নববর্ষের আগে ভয়ানক দাবদাহ, কেন আলাদা এ বছরের এপ্রিল? সতর্ক করল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
weather office issues alert for temperature rise no rain till 15 April in West Bengal
advertisement
1/8

কালবৈশাখী ছাড়াই এবার বৈশাখে পা দিতে হবে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আরও সতর্কবার্তা, ১৫ এপ্রিলের আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই৷
advertisement
2/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন গরম আরও বাড়বে৷ সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে৷
advertisement
3/8
হাওয়া অফিসের পূর্বাভাস, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, এই পরিস্থিতি ১৫ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে৷ তবে এ বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় আলাদা বলেই জানাচ্ছেন আবহবিদরা৷
advertisement
4/8
আবহাওয়া দফতরের তথ্য বলছে, গত ১ এপ্রিল শেষ বার বৃষ্টি হয়েছিল৷ এরপর থেকে আর রাজ্যে বৃষ্টি হয়নি৷ লম্বা শুষ্ক আবহাওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
5/8
তাপমাত্রা বাড়লে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলেও তাপপ্রবাহের সম্ভাবনা এখনই নেই বলে জানাচ্ছেন আবহবিদরা। অন্যান্য বছরেও এপ্রিল মাসে তাপমাত্রা বেড়েছে, কিন্তু এরকম টানা গরম পড়েনি বলেই জানিয়েছেন আবহবিদরা।
advertisement
6/8
তাপমাত্রা বাড়লে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলেও তাপপ্রবাহের সম্ভাবনা এখনই নেই বলে জানাচ্ছেন আবহবিদরা। অন্যান্য বছরেও এপ্রিল মাসে তাপমাত্রা বেড়েছে, কিন্তু এরকম টানা গরম পড়েনি বলেই জানিয়েছেন আবহবিদরা।
advertisement
7/8
আবহবিদদের পরামর্শ, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোই ভাল৷ বাইরে বেরলেও বেশিক্ষণ রোদে না থাকা, হাল্কা পোশাক পরার পরামর্শ িদচ্ছেন আবহবিদরা৷
advertisement
8/8
এই ধরনের আবহাওয়া বেশিক্ষণ চড়া রোদে বাইরে থাকলে হিট বেরনোর আশঙ্কা থাকে৷ একই সঙ্গে হিট র্যাশ, মাথা ঘোরা, বমি ভাবের মতো সমস্যাও দেখা দিতে পারে৷