Heavy Monsoon Forecast in India: ধেয়ে আসবে ‘লা নিনা’! বর্ষায় প্রবল বৃষ্টি ভারতে! ভারী বর্ষণের পূর্বাভাস মে থেকেই, ভয়ঙ্কর আশঙ্কা বিজ্ঞানীদের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Heavy Monsoon Forecast in India: বর্ষা তার দ্বিতীয় মরশুমে তুঙ্গে উঠবে। সেই পর্বে সাধারণের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে ভারতে। সাম্প্রতিক ENSO সতর্কতা বলছে ‘এল নিনো’ থেকে পরিস্থিতি রূপান্তরিত হবে ‘লা নিনা’-য়
advertisement
1/10

বর্ষা নিয়ে দেশ জুড়ে ঘোর অশনি সঙ্কেত। একাধিক সংস্থার পূর্বাভাস এ বার বর্ষায় ভারতে ফিরছে ‘লা নিনা’। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন ক্লাইমেট সেন্টার বা এপিসিসি ভারতে বর্ষাকাল নিয়ে পূর্বাভাস জানিয়েছে।
advertisement
2/10
আবহবিদরা এ বার ভারতের বর্ষাকে দু’ভাগে ভাগ করেছেন। এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বর।
advertisement
3/10
পূর্বাভাস, বর্ষা তার দ্বিতীয় মরশুমে তুঙ্গে উঠবে। সেই পর্বে সাধারণের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে ভারতে। সাম্প্রতিক ENSO সতর্কতা বলছে ‘এল নিনো’ থেকে পরিস্থিতি রূপান্তরিত হবে ‘লা নিনা’-য়।
advertisement
4/10
আবহবিদদের ব্যাকরণে এল নিনো এবং লা নিনা এই দুই পরিস্থিতিই একে অন্যের বিপরীত, তৈরি হয় প্রশান্ত মহাসাগরের বুকে।
advertisement
5/10
স্প্যানিশে এল নিনো শব্দের অর্থ ছোট ছেলে। পূর্ব প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল ঘেঁষে পেরু, ইকুয়েডর বরাবর কোনও কোনও বছর উষ্ণ দক্ষিণমুখী স্রোতের সৃষ্টি হয়। এরই নাম এল নিনো।
advertisement
6/10
পেরু, ইকুয়েডর উপকূলেই আবার এল নিনোর বিপরীত একটি শীতল স্রোত সৃষ্টি হয়। তার নাম লা নিনা। বিশ্ব জুড়ে দুই বিপরীতধর্মী স্রোতের প্রভাব পড়ে আবহাওয়ায়।
advertisement
7/10
El Nino-Southern Oscillation বা ENSO alert system বলছে লা নিনা তৈরি হতে পারে এপ্রিল থেকে সেপ্টেম্বর। এখন পর্যন্ত বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, জুনের শুরুতেই লা নিনা দেখা দিতে পারে। তবে শক্তিশালী হযে উঠবে অগাস্ট সেপ্টেম্বরে।
advertisement
8/10
লা নিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হবে পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
advertisement
9/10
পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণ হবে। পূর্বাভাস এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন ক্লাইমেট সেন্টার বা এপিসিসি-র।
advertisement
10/10
আবহাওয়া সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রকের প্রাক্তন সচিব এম রাজীবন বলেছেন, ‘‘এল নিনো চলে যাচ্ছে। আসছে শীতল প্রশান্ত মাহসাগরীয় স্রোত লা নিনা। তাই ভারতে এ বছর বেশ বৃষ্টি হবে বর্ষায়। মে মাস থেকেই ক্রমশ স্পষ্ট হবে সেই লক্ষণ।’’