Weather Alert: তাপমাত্রা বাড়ছে চিন্তায়, দু'দিনেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল লেটেস্ট আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে৷
advertisement
1/8

#কলকাতা: বড়দিন থেকেই শীত উধাও কলকাতায় তবে দুম করে ফের তাপমাত্রার পতন হবে আগামী ২-৩ দিনেই৷ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল বুধবার থেকেই ফের হু হু করে নেমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা৷ ওয়েদার ডট কমের ওয়েদার আপডেট অনুযায়ী বৃহস্পতিবার তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷
advertisement
2/8
বিপ্রতীপ ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এক চুটকিতে শীত উধাও৷ এদিকে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহ চলছেই৷ সেই শীতের প্রকোপ থেকে আগামী চারদিনেও নিস্তার নেই৷ উত্তর , মধ্য ভারত পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল ঠাণ্ডা জারি থাকবে৷
advertisement
3/8
দিল্লি, পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ ,বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি করেছে আইএমডি৷ দিল্লি এনসিআর সূর্য উঠলেও প্রবল ঠাণ্ডা থেকে কোনও নিষ্কৃতি নেই৷ রবিবার বড়দিনের দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে৷ দিল্লির রিজ এলাকায় নূন্যতম তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো নথিভুক্ত হয়েছে৷
advertisement
4/8
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী চারদিনে উত্তর ও মধ্য ভারতে শৈত্যপ্রবাহ জারি থাকবে৷ রাজধানী দিল্লির জন্য ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ তবে শৈত্যপ্রবাহ জারি থাকলেও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে এই মুহূর্তে নতুন করে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভবনা নেই৷ তবে জম্মু-কাশ্মীর-লেহ-লাদাখে তুষারপাত জারি থাকবে, জারি থাকবে তাপমাত্রার পতনও৷
advertisement
5/8
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে৷ শ্রীলঙ্কা সংলগ্ন বঙ্গোপসাগরের খাঁড়ির কাছে অবস্থিত রয়েছে৷ যা তামিলনাড়ুর নাগাপট্টিনম থেরে ৩৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
advertisement
6/8
এই নিম্নচাপ ২৬ ডিসেম্বর থেকেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করবে৷ এর জেরে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ এছাড়া অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, বিহারের কিছু এলাকায়, দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ, অসমের পূর্ব অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এছাড়া পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় অতিরিক্ত শৈত্য প্রবাহ জারি থাকবে৷ পঞ্জাবের একাধিক এলাকা, ওড়িশা, উত্তর পশ্চিম রাজস্থান, হরিয়াণা, ত্রিপুরার এক -দু জায়গায় কুয়াশার দাপট জারি থাকবে৷
advertisement
7/8
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ তামিলনাড়ুতে হালকা -মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কখনও কখনও ভারী বৃষ্টির দু একটি স্পেলও হতে পারে৷ এছাড়া অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, পূর্ব অসম, অরুণাচলপ্রদেশ, এক দুটি জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷
advertisement
8/8
কুড়ি ডিগ্রি পেরোলো কলকাতার তাপমাত্রা। এক ধাক্কায় আরো তিন ডিগ্রি তাপমাত্রা বাড়লো কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ। হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কয়েকটি জেলায়। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ।