TRENDING:

Chennai News: ফের বাধ্যতামূলক mask, না পরলেই ৫০০ টাকার জরিমানা

Last Updated:
Corona Latest News: করোনার সঙ্গে লড়াইয়ে মাস্ক ছাড়া উপায় নেই৷
advertisement
1/8
ফের বাধ্যতামূলক মাস্ক, না পরলেই ৫০০ টাকার জরিমানা
ফের বাধ্যতামূলক হচ্ছে মাস্ক৷ মাস্ক না পরলেই হবে ৫০০ টাকার জরিমানা৷ যেভাবে ফের একবার করোনার প্রকোপ বাড়ছে, তাতে সাধারণ মানুষকে সচেতন করতে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ধীরে ধীরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশ জুড়ে৷ করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায়, অনেকেই মাস্ক পরছেন না৷ মাস্কে অনীহা নজরে এসেছে সর্বত্র৷ এবং তাতেই বাড়ছে ভয়৷ ফলে আরও একবার মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে৷
advertisement
2/8
ধীরে ধীরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশ জুড়ে৷ করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায়, অনেকেই মাস্ক পরছেন না৷ মাস্কে অনীহা নজরে এসেছে সর্বত্র৷ এবং তাতেই বাড়ছে ভয়৷ ফলে আরও একবার মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে৷
advertisement
3/8
এমনই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই পুরসভা৷ গ্রেটার চেন্নাই কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাস্ক না পরে রাস্তায় যাকেই দেখা যাবে, তার থেকে ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে৷
advertisement
4/8
করোনার সঙ্গে লড়াইয়ে মাস্ক ছাড়া উপায় নেই৷ এমনই সতর্কবার্তা বারবার করে দিয়ে এসেছেন চিকিৎসকরা৷ ফলে কোভিডের সংখ্যা বৃদ্ধিতে ফের মাস্কেই ভরসা রাখছেন তাঁরা৷ মাস্ক ছাড়া কার্যত করোনা মোকাবিলা এবং করোনার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে বারংবার বলছেন ডাক্তারবাবুরা৷
advertisement
5/8
প্রসঙ্গত, কোভিডকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করার পরই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছিল। যা কার্যত অকল্পনীয় মাত্রায় সংশ্লিষ্ট রোগের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করেছিল। যদিও স্যানিটাইজার ব্যবহার এবং লকডাউনও সংক্রমণ ঠেকাতে কার্যকরী ছিল। কিন্তু বেশ কয়েক মাস আগে সরকারের তরফে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এখন বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিচললেও এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরার উপর জোর দিয়েছেন।
advertisement
6/8
কিন্তু বেশ কয়েক মাস আগে সরকারের তরফে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এখন বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিচললেও এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরার উপর জোর দিয়েছেন।
advertisement
7/8
এখনও পর্যন্ত ভাইরাসটির বিভিন্ন মিউটেশন হয়েছে যার মধ্যে পাঁচটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের ভ্যারিয়েন্ট হিসাবে নির্দেশ করেছে। বিশেষজ্ঞরা এই ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছে। অতীতেও কোভিড সংক্রমণের একাধিক ঢেউয়ের সঙ্গে ভাইরাসটির লক্ষণ, কার্যকারিতা এবং এমনকী হাসপাতালের ব্যবস্থারও পরিবর্তন ঘটেছিল। তবে শুধুমাত্র একটি বিষয় যা ধারাবাহিক ছিল তা মাস্ক পড়া। সেক্ষেত্রে টিকাকরণ কর্মসূচি চালু থাকলেও মারণ ভাইরাসকে মাস্কই প্রাথমিকভাবে প্রতিরোধ করতে পারে।
advertisement
8/8
অতীতেও কোভিড সংক্রমণের একাধিক ঢেউয়ের সঙ্গে ভাইরাসটির লক্ষণ, কার্যকারিতা এবং এমনকী হাসপাতালের ব্যবস্থারও পরিবর্তন ঘটেছিল। তবে শুধুমাত্র একটি বিষয় যা ধারাবাহিক ছিল তা মাস্ক পড়া। সেক্ষেত্রে টিকাকরণ কর্মসূচি চালু থাকলেও মারণ ভাইরাসকে মাস্কই প্রাথমিকভাবে প্রতিরোধ করতে পারে।
বাংলা খবর/ছবি/দেশ/
Chennai News: ফের বাধ্যতামূলক mask, না পরলেই ৫০০ টাকার জরিমানা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল