TRENDING:

Meerut Murder Case: দামি পোশাক পরা থেকে নতুন মোবাইল কেনা, জলের মতন টাকা খরচ করত মুসকান! অন্যদিকে মেয়ের ওষুধের টাকা জোগাতে হিমশিম খেত সৌরভ, মেরঠ মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
advertisement
1/7
দামি পোশাক থেকে নতুন মোবাইল কেনা, দুহাতে টাকা ওড়াত মুসকান! সামাল দিতে হিমশিম খেত সৌরভ
স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার আর সেই জন্য একবার মুম্বইও চলে গিয়েছিল সৌরভ হত্যায় অন্যতম অভিযুক্ত মুসকান রাস্তোগি। আর এই মুম্বই যাওয়া নিয়েই স্বামী সৌরভ রাজপুতের সঙ্গে শুরু হয় ঝগড়া।
advertisement
2/7
ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, বিবাহবিচ্ছেদের মামলা করতে যান মার্চেন্ট নেভি অফিসার সৌরভ। উত্তরপ্রদেশের মেরঠে সৌরভ রাজপুত হত্যা মামলায় খুনের সম্ভাব্য কারণ তবে কি স্বামী-স্ত্রীর গন্ডগোল? প্রাথমিক তদন্তের পর পুলিশের ইঙ্গিতই সেদিকেই। অন্যদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু বিষয়। যা শুনলে মাথা ঘুরে যাবে সাধারণ মানুষের।
advertisement
3/7
পুলিশ জানতে পেরেছে, যথেচ্ছহারে টাকা খরচ করত মুসকান । দামি পোশাক কেনা থেকে বড় রেস্তরাঁয় দামি খাবার খাওয়া কিংবা নতুন নতুন মোবাইল বা প্রসাধনী কেনার শখ ছিল মুসকানের। অন্য দিকে স্বামীর আর্থিক অবস্থা কিংবা মেয়ের শারীরিক অবস্থা নিয়ে কোনওদিনই মাথা ঘামায়নি সে। এমনটাই জানাচ্ছেন তরুণীর বন্ধুবান্ধবেরাও। নিজের ইচ্ছা এবং স্বপ্নপূরণের জন্য স্বামীকে খুন করতে পিছপা হয়নি মুসকান।
advertisement
4/7
গত ৪ মার্চ মার্চেন্ট নেভি অফিসার সৌরভকে ১৫ টুকরো করেছিল স্ত্রী মুসকান। এরপরে প্রেমিক সাহিলকে ডেকে এনে দেহের টুকরোগুলো নীল রঙের একটি ড্রামে ভরে উপরে ঢেলে দিয়েছিল সিমেন্ট।
advertisement
5/7
তদন্তকারীরা জানাচ্ছেন, অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মুসকান। ক্রমেই স্বামী-সন্তানকে দূরে ঠেলছিল সে। আর ওই সময়ে তাঁর কাছাকাছি চলে আসে তাঁরই ছোটবেলার বন্ধু সাহিল শুক্ল। সন্তান হওয়ার পরে স্কুলের বন্ধুর সঙ্গে চুটিয়ে মেলামেশা শুরু করে মুসকান। দুজনেই মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়াও দুজনের পরকীয়ার মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল সৌরভ। তাই তাঁকে একেবারে 'শেষ' করে দেওয়ার ফন্দি আঁটে মুসকান।
advertisement
6/7
সৌরভকে ছেড়ে সাহিলের সঙ্গে থাকতে চেয়েছিল মুসকান। দু’জনে একসঙ্গে মুম্বই পাড়ি দেওয়ার কথা । তাঁর স্বপ্নপূরণে স্বামীকে কাঁটা হিসাবে দেখতে শুরু করেন মুস্কান। প্রেম করে যাঁকে বিয়ে, তাঁকেই খুন করার জন্য নানা ছক করতে থাকে মুসকান। সৌরভের এক বন্ধুর কথায়, ‘‘মেয়ে পিহুর প্রতি মুসকানের টান ছিল না। ও কেবল নিজের কথাই ভাবত। নিজের তৈরি জগতে সুখী ছিল। ছবি তুলতে ভালবাসত। সেগুলো সমাজমাধ্যমে পোস্ট করতে পছন্দ করত। ভাল পোশাক, ভাল খাবার এবং নতুন নতুন মোবাইল কেনা ছিল মুসকানের পছন্দের তালিকায়।’’
advertisement
7/7
ওই বন্ধুর আরও দাবি, সৌরভদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল ছিল। তবে মুসকানের খরচের ফলে বেশ কয়েক বার আর্থিক সমস্যায় পড়তে হয়েছে সৌরভকে। এক সময় তাঁদের মেয়ের ওষুধ কেনার টাকাও ফুরিয়ে যায়। তাতেও হুঁশ ফেরেনি মুসকানের!
বাংলা খবর/ছবি/দেশ/
Meerut Murder Case: দামি পোশাক পরা থেকে নতুন মোবাইল কেনা, জলের মতন টাকা খরচ করত মুসকান! অন্যদিকে মেয়ের ওষুধের টাকা জোগাতে হিমশিম খেত সৌরভ, মেরঠ মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল