Rahul Gandhi: ‘ভোট চুরি’ হচ্ছে...উত্তাল সংসদ, উত্তাল রাজপথ! কিন্তু ঠিক কী অভিযোগ এনেছেন রাহুল গান্ধি? জানুন বিস্তারিত
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রাহুল বলেন, ‘‘মহারাষ্ট্রে আমরা যুক্তিটা দেখাতে পারিনি৷ মহারাষ্ট্র ও হরিয়ানায়, আমরা আমাদের চোখের সামনেই এটা দেখেছি৷ আমরা জনসমক্ষে বলেছি এবং নির্বাচন কমিশনকে বলেছি, মহারাষ্ট্রে পাঁচ বছরের তুলনায় পাঁচ মাসে বহু ভোটার যুক্ত হয়েছে। মহারাষ্ট্রের সমগ্র জনসংখ্যার চেয়েও বেশি ভোটার। বিকেল ৫টার পর ভোটারের উপস্থিতিতে বেড়েছে৷’’
advertisement
1/9

চুরি হয়ে যাচ্ছে ভোট৷ আপনার, আমার...অনেকের৷ বা, বলা ভাল চুরি করে নেওয়া হচ্ছে৷ অন্তত, তেমনটাই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার কর্ণাটকে সাংবাদিক বৈঠক করে একেবারে পরিসংখ্যান সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন রাহুল৷ ঠিক কী বলেছেন রাহুল?
advertisement
2/9
ভোট চুরির অভিযোগে সোমবার উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন৷ লোকসভা এবং রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদেরা৷ এমনকি, SIR এবং ভোটচুরির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার বাঁধেছে নয়াদিল্লির রাস্তায়৷ আটক হয়েছেন রাহুল গান্ধি সহ বিক্ষোভকারী বিরোধী সাংসদেরা৷ আহত হয়েছেন মহুয়া মৈত্র৷
advertisement
3/9
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঘটনাক্রম৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে রাহুল গান্ধি দাবি করেছেন, ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে নির্বাচন কমিশন৷
advertisement
4/9
নির্বাচন কমিশনের তুলোধনা করে রাহুল অভিযোগ করেছেন দেশের সমস্ত নির্বাচনী প্রক্রিয়াই ‘কোরিওগ্রাফড’ অর্থাৎ, পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে হচ্ছে৷ এই অভিযোগের প্রেক্ষিতে উদায়হরণ হিসাবে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি৷
advertisement
5/9
রাহুলের দাবি, ওই কেন্দ্রে 1,00,250 ভোট চুরি হয়েছে৷ রাহুল বলেছেন, ‘‘নির্বাচনী প্রক্রিয়া কোরিওগ্রাফড ছিল৷ আমাদের দলীয় পরিসংখ্যান বলছিল কর্ণাটকে ১৬টি আসনে কংগ্রেস জিতবে৷ আমরা ৯টায় জিতেছি৷ তখনই আমরা ৭টি কেন্দ্রের অপ্রত্যাশিত হারের ময়নাতদন্ত করতে বসি আমরা একটা লোকসভা ধরে এগোই৷ আমাদের টিম এক একটা বিধানসভা ধরে পরিসংখ্যান মেলাতে থাকে৷’’
advertisement
6/9
‘‘আমরা মহাদেবপুরা. ফোকাস করি৷ এই যে গোটা অঙ্কটা৷ সমস্ত ডেটা নেওয়া হয়েছে ইলেকশন কমিশনের থেকে৷ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছে ৬,৫৮,৯১৫ ভোটে৷ ৩২,৭০৭ এর মার্জিনে৷ এবার মহাদেবপুরা দেখলে দেখা যাবে কংগ্রেস পেয়েছে ১,১৫,৫৮৬ এবং বিজেপি ২,২৯,৬৩২৷ কংগ্রেস সবকটা বিধানসভা কেন্দ্রে জিতেছে, কেবলমাত্র একটায় ছাড়া৷ ওই একটা সিটই ওদের জিতিয়ে দিয়েছে৷’’, বলেন রাহুল৷
advertisement
7/9
বিরোধী দলনেতার দাবি, ‘‘আমরা দেকলাম ১,০০,২৫০ টা ভোট চুরি হয়েছে৷ চুরি হয়েছে ৫টি ভিন্ন উপায়ে৷ ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, বাতিল ঠিকানা, এক ঠিকানায় বহু ভোটার৷ আমরা যখন বিষয়টা দেখতে গেলাম, দেখলাম ওই ঠিকানায় কেউ থাকে না৷ একমাত্র পরিবার থাকে সেখানে৷’’
advertisement
8/9
এরপরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভুয়ো ভোটার প্রসঙ্গ ফের উস্কে দেন রাহুল৷ অভিযোগ তোলেন, নির্বাচনের ৫ মাস আগে থেকে যত সংখ্যক ভোটারের ভোটার তালিকায় নাম উঠেছে, তা গত ৫ বছরে ওঠেনি৷
advertisement
9/9
রাহুল বলেন, ‘‘মহারাষ্ট্রে আমরা যুক্তিটা দেখাতে পারিনি৷ মহারাষ্ট্র ও হরিয়ানায়, আমরা আমাদের চোখের সামনেই এটা দেখেছি৷ আমরা জনসমক্ষে বলেছি এবং নির্বাচন কমিশনকে বলেছি, মহারাষ্ট্রে পাঁচ বছরের তুলনায় পাঁচ মাসে বহু ভোটার যুক্ত হয়েছে। মহারাষ্ট্রের সমগ্র জনসংখ্যার চেয়েও বেশি ভোটার। বিকেল ৫টার পর ভোটারের উপস্থিতিতে বেড়েছে৷’’