Fifth Generation Fighter Jet: বিদেশে নয়, ভারতেই তৈরি হোক পঞ্চম প্রজন্মের দু’রকম যুদ্ধবিমান, বিশাল অফার রাশিয়ার! ঘুম উড়বে বাংলাদেশ-পাকিস্তানের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Fifth Generation Fighter Jet: রাশিয়ার সুখোই ৫৭ না কি আমেরিকার এফ৩৫, বেশ কিছু দিন ধরেই পঞ্চম প্রজন্মের কোন যুদ্ধবিমান ভারত কিনবে তা নিয়ে আলোচনা চলছে। এবার রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, Sukhoi Su-57, ভারতে তৈরি করার প্রস্তাব দিয়েছে। রয়েছে আরও অনেক কিছু।
advertisement
1/6

রাশিয়ার সুখোই ৫৭ না কি আমেরিকার এফ৩৫, বেশ কিছু দিন ধরেই পঞ্চম প্রজন্মের কোন যুদ্ধবিমান ভারত কিনবে তা নিয়ে আলোচনা চলছে। এবার রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, Sukhoi Su-57, ভারতে তৈরি করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি ৪ জুন, ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা খাতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় প্রযুক্তি স্থানান্তর চুক্তি হতে পারে।
advertisement
2/6
রাশিয়া তাদের দেশে তৈরি বিমানের বদলে প্রযুক্তি স্থানান্তর করে ভারতেই তৈরি হবে এমন সুযোগ দিয়েছে। ভারতে তৈরি হলে AESA রাডার, অ্যাভিওনিক্স এবং অস্ত্রশস্ত্রের মতো দেশীয় সিস্টেমগুলির সাথে বিমানটিকে নির্মাণ করার সুবিধা পাওয়া যাবে। Image: Wikipedia
advertisement
3/6
শুধু তাই নয়, হ্যাল নিজেদের কারখানাতেই দ্রুত Su-57E যাতে উৎপাদন করতে পারে সেই নিয়েও সব সাহায্য করবে রাশিয়া। ভারতে উৎপাদন করলে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর যে অস্ত্র সরঞ্জাম নিয়ে নিষেধাজ্ঞা চাপিয়েছে তা কার্যকর হবে না।
advertisement
4/6
ভারতকে ত্রিমাতৃক প্রস্তাব দিয়েছে রাশিয়া। একটি হলে নিজেদের দেশেই ভারত Su-57E উৎপাদন শুরু করবে, উন্নত প্রযুক্তি-সহ Su-30MKI ফাইটার জেটগুলি আপগ্রেড করবে এবং ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Advanced Medium Combat Aircraft (AMCA) তৈরিতে প্রয়োজনীয় সহায়তা করবে।
advertisement
5/6
রাশিয়া ভারতকে Su-57E-এর সফ্টওয়্যার সিস্টেমের অ্যাক্সেস দেওয়ার প্রস্তাবও দিয়েছে, যা একটি গেম চেঞ্জার হতে পারে, কারণ এমন প্রযুক্তিগত অ্যাক্সেস খুব কমই দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো দেশগুলি তাদের নিজস্ব ফাইটার জেট বিক্রির সময় এমন অ্যাক্সেস দেয় না। সোর্স কোডগুলিতে অ্যাক্সেস অ্যাক্সেস পেলে ভারতে শুধু বিমান তৈরিই নয়, অন্যান্য সুবিধাও হবে ভারতের।
advertisement
6/6
প্রসঙ্গত, এর আগে রাফালের সোর্স কোড দেয়নি ফ্রান্স। তাই রাফালে জেটগুলি সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা খুব কঠিন হয়ে পড়ে। Astra মিসাইল এবং Smart Anti-Airfield Weapon (SAAW) এর মতো ভারতীয় অস্ত্রশস্ত্র রাফালেতে ব্যবহারে কিছুটা হলেও সমস্যা হয়েছে। সুখোই নিয়ে রাশিয়ার চুক্তি মানলে সেই ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে ভারত।