TRENDING:

Knowledge Story: গুজব নয় সত্যি! নীল রঙের কলা কখনও দেখেছেন, কেমন খেতে জানলে অবাক হবেন

Last Updated:
Knowledge Story: আমাদের জনপ্রিয় ও উপকারী ফলগুলির মধ্যে অন্যতম হল কলা। কলা দেখতে সাধারণত হলুদ বা সবুজ রঙের হয়ে থাকে। কিন্তু নীল রঙের কলাও হয়। যার স্বাদ জনপ্রিয় একটি খাবারের মত।
advertisement
1/6
গুজব নয় সত্যি! নীল রঙের কলা কখনও দেখেছেন, কেমন খেতে জানলে অবাক হবেন
আমাদের জনপ্রিয় ও উপকারী ফলগুলির মধ্যে অন্যতম হল কলা। কলা দেখতে সাধারণত হলুদ বা সবুজ রঙের হয়ে থাকে। কিন্তু নীল রঙের কলাও হয়।
advertisement
2/6
নীল রঙের কলা বললে অনেকেই ভাবে যা আদতে বাস্তব নয়। বোকা বানানোর উপায়। কিন্তু নীল রঙের কলা সত্যিকারের হয়। আর তা যথেষ্ট উপকারীও বটে।
advertisement
3/6
ভারতে জনপ্রিয় না হলেও বিশ্বের একাধিক দেশে নীল কলা খুবই জনপ্রিয়। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে নীল রঙের কলা দেখতে পাওয়া যায়।
advertisement
4/6
ব্লু জাভা ব্যানানা বলা হয় এই নীল রঙের কলাকে। এই কলা তার স্বাদের জন্য খুব জনপ্রিয়। জিভে জল আনা বলতে যা বোঝায়। একইসঙ্গে এর উপকারীতাও কম নয়।
advertisement
5/6
এই নীল রংয়ের কলা সবচেয়ে বেশি জনপ্রিয় হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানে একে বলা হয় আইসক্রিম ব্যানানা। অনকের মতে আইসক্রিমের মত স্বাদ বলেই এি নাম দেওয়া হয়েছে।
advertisement
6/6
এখন আমেরিকার কিছু অংশেও এই কলা পাওয়া যাচ্ছে। ফিজিতেও এই কলা পাওয়া যায়। সেখানে আবার একে ডাকা হয় হাওয়াইয়ান ব্যানানা নামে। ফিলিপিন্সেও পাওয়া যায় নীল কলা।
বাংলা খবর/ছবি/দেশ/
Knowledge Story: গুজব নয় সত্যি! নীল রঙের কলা কখনও দেখেছেন, কেমন খেতে জানলে অবাক হবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল