পঞ্জাবের রাস্তায় ট্রাফিক সামলাচ্ছেন কার্গিল যুদ্ধের নায়ক, এ কথা জেনে ডবল প্রোমোশনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Last Updated:
advertisement
1/6

♦ গতকালই গিয়েছে কার্গিল বিজয় দিবস ৷ কার্গিল যুদ্ধে অংশ নেওয়া বীর জওয়ানদের শ্রদ্ধার নতজানু গোটা দেশবাসী ৷ এর মধ্যেই মনটা খানিকটা ভার হয়ে এসেছিল পঞ্জাবের একটি খবরে ৷
advertisement
2/6
♦ কার্গিল যুদ্ধের নায়ক তিনি ৷ বীরচক্র পাওয়া সতপাল সিং পঞ্জাবের এক পুলিশ কনস্টেবল হিসেবে রোদ-ঝড়-বৃষ্টিতে রাস্তার মাঝে দাঁড়িয়ে যানজট সামলান ৷
advertisement
3/6
♦ এই কথা কানে আসতেই মনটা খারাপ হয়ে গিয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ৷ সঙ্গে সঙ্গে তিনি সতপাল সিংয়ের ডবল প্রোমোশেনের নির্দেশ দেন ৷
advertisement
4/6
♦ কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সতপাল সিং ৷ কার্গিল থেকে দখলদার পাকিস্তানিদের হঠাতে অপারেশন বিজয় অভিযানের সময় তিনি ছিলেন দ্রাস সেক্টরে ৷ টাইগার হিল দখলে ভারতীয় সেনাকে সাহায্য করা বাহিনীতে সামিল হয়েছিলেন ৷
advertisement
5/6
♦ অমরিন্দর সিং দুঃখপ্রকাশ করে জানিয়েছেন যে, কার্গিল যুদ্ধে সাহসী ভূমিকা পালন করা সতপালকে একজন সিনিয়র কনস্টেবল হিসেবে কাজ করতে হচ্ছে ৷ আসলে সতপাল সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর পঞ্জাব পুলিশে যোগ দেন ৷
advertisement
6/6
♦ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের ভিত্তিতে নিময় শিথিল করে সতপালকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হিসেবে প্রোমোশন দেওয়া হল ৷