নোংরা নর্দমায় ভাসছে কোটি কোটি টাকা! ঝাঁপ দিচ্ছে লোকজন, অবাক করা কাণ্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Money in drain in bihar : কোনও নেতার বাড়িতে নয়, এবার কোটি কোটি টাকা পড়ে দুর্গন্ধে ভরা নর্দমায়।
advertisement
1/6

নর্দমায় ভাসছে কোটি কোটি টাকা। আর সেই টাকার লোভে দুর্গন্ধময় নর্দমায় ঝাঁপ দিচ্ছেন লোকজন। অবাক করা একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/6
সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 বাংলা। তবে জানা যাচ্ছে, বিহারের সাসারামের মোরাদাবাগ গ্রামে এমন ঘটনা ঘটেছে।
advertisement
3/6
১০, ২০০, ৫০০, ২০০০ টাকার নোট হাতে নাকি অনেক মানুষকেই নর্দমা থেকে উঠতে দেখা গিয়েছে। শয়ে শয়ে মানুষ টাকা তুলতে নর্দমায় ঝাঁপ দেন।
advertisement
4/6
খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। তবে ততক্ষণে অনেকেই টাকা তুলে নিয়ে যায়। কোথা থেকে এত টাকা এল তার খোঁজ শুরু করেছে পুলিশ।
advertisement
5/6
স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বস্তায় টাকা ছিল। সেই বস্তার একটা দিক ছিঁড়ে যাওয়ায়া টাকা পড়ে নর্দমায়। তা দেখতে পেয়েই অনেকে ঝাঁপ দেয় নর্দমায়।
advertisement
6/6
বেলা বাজডকে পুলিশ অবশ্য দাবি করে, বস্তায় নকল টাকা ছিল। তবে স্থানীয়রা সেই দাবি মানতে নারাজ।