TRENDING:

চাঁদের মাটিতে বড়সড় ধাক্কা, কতটা ক্ষতিগ্রস্ত বিক্রম, জানাল ISRO

Last Updated:
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম।
advertisement
1/5
চাঁদের মাটিতে বড়সড় ধাক্কা, কতটা ক্ষতিগ্রস্ত বিক্রম, জানাল ISRO
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম। পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৩ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের।
advertisement
2/5
ইসরোর চেয়ারম্যান কে শিবন PTI কে জানিয়েছেন,‘হ্যাঁ চাঁদের মাটিতে ল্যান্ডারের খোঁজ মিলেছে ৷ অনুমান করা হচ্ছে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷’ তবে এর জেরে বিক্রমের কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি ৷ তবে হার্ড ল্যান্ডিং হলে বিক্রমে যে ক্ষতি হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না ৷ অনেকেই মনে করছেন যে ল্যান্ডার নির্ধারিত গতিতে ল্যান্ড করেনি এবং চারটি পায়ের উপরেও ল্যান্ডিং করেনি বলে মনে করা হচ্ছে ৷ বড়সড় ধাক্কা খেয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং এর জেরে ক্ষতিও হয়েছে ৷
advertisement
3/5
রোবার প্রজ্ঞান এখনও বিক্রমেও ভিতরে রয়েছে বলে জানানো হয়েছে ৷ চন্দ্রযান ২ এর অনবোর্ড ক্যামেরার মাধ্যমে তোলা ছবিতে ল্যান্ডারের ফটো দেখে এই বিষয়ে জানা গিয়েছে ৷ পাশাপাশি ইসরোর তরফে জানানো হয়েছে যে চন্দ্রযান ২ এর অরবিটার সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সঠিকভাবে কাজ করছে ৷
advertisement
4/5
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
advertisement
5/5
বিশেষজ্ঞরা বলছেন, বিক্রম যেহেতু চাঁদের জমি ছুঁয়েছে, তাই প্রজ্ঞানকে নিয়েও আশা শেষ হয়ে যায়নি। আর তাই চাঁদের জমি থেকে তথ্য মেলার সম্ভাবনাও থাকছে।
বাংলা খবর/ছবি/দেশ/
চাঁদের মাটিতে বড়সড় ধাক্কা, কতটা ক্ষতিগ্রস্ত বিক্রম, জানাল ISRO
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল