TRENDING:

রাধাকৃষ্ণণ হচ্ছেন NDA প্রার্থী, কে হতে চলেছে 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি 'মুখ'? এবার 'বড়' চমক দিতে চলেছে কংগ্রেস!

Last Updated:
Vice President Election: রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর, সকলের নজর এখন বিরোধী দল কী কৌশল গ্রহণ করে এবং কাকে প্রার্থী করে তা দেখার দিকে। শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
1/9
রাধাকৃষ্ণণ হচ্ছেন NDA প্রার্থী, কে হতে চলেছে 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি 'মুখ'?
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশ জুড়ে রাজনীতি উত্তপ্ত। মহারাষ্ট্রের রাজ্যপালের পদত্যাগ দাবি করেছে এনডিএ। সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মূলত তামিলনাড়ুর বাসিন্দা রাধাকৃষ্ণণ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। দু-দুবার লোকসভার সাংসদও হয়েছেন তিনি।
advertisement
2/9
এদিকে রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর, সকলের নজর এখন বিরোধী দল কী কৌশল গ্রহণ করে এবং কাকে প্রার্থী করে তা দেখার দিকে। শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
3/9
সূত্রের খবর, সংসদ ভবন কমপ্লেক্সে বিরোধী দলগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে প্রার্থীর নাম সম্পর্কে 'INDIA' জোট শরিকদের মতামত নেবেন।
advertisement
4/9
সূত্রের খবর অনুযায়ী, খাড়গের সঙ্গে প্রাথমিক বৈঠকে 'ইন্ডিয়া' জোটের কিছু শরিকরা জানিয়েছিল, বিহার নির্বাচন সামনে আসছে, এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থী দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে, যদি শাসক দল নির্বাচনে ক্রস ভোটিং করে তাদের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে বিহারের ভোটারদের উপর এর মানসিক প্রভাব পড়তে পারে বলেও মত একাংশের।
advertisement
5/9
নিরপেক্ষ প্রার্থী নিয়ে চিন্তাভাবনা:অন্যদিকে কংগ্রেস সূত্র বলছে যে বিরোধী প্রার্থী কংগ্রেসেরই হওয়া জরুরি নয়। যদি জোটসঙ্গীরা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তির কোনও নাম প্রস্তাব করেন, তাহলে কংগ্রেসও তাতে একমত হতে পারে।
advertisement
6/9
আসলে, কংগ্রেস চায় বিরোধী দলের অন্ততল একটি মুখ অবশ্যই বিজেপি এবং আরএসএসের আদর্শের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে দাঁড়াক, যাতে শাসক শিবিরের সঙ্গে আদর্শগত লড়াই টিকিয়ে রাখা যায়।
advertisement
7/9
তবে, বিরোধী শিবিরের কয়েকটি দল সংখ্যা দেখে খুব একটা উৎসাহী নয়। তাদের বিশ্বাস, ফলাফল ইতিমধ্যেই স্পষ্ট। অন্যদিকে কংগ্রেসের মত, মাঠ খালি রাখা বিজেপিকে খোলা পথ দেওয়ার মতোই হবে।
advertisement
8/9
রাহুল গান্ধির সঙ্গেও আলোচনা:প্রয়োজনে রাহুল গান্ধির সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর রাহুল গান্ধি আজ ১৯ অগাস্ট মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসবেন এবং ২১ অগাস্ট বিহারের উদ্দেশ্যে রওনা হবেন।
advertisement
9/9
এই সময়ের মধ্যে, যদি সকল দলের মধ্যে ঐকমত্য তৈরি হয়, তাহলে বিরোধী প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে আজই। অর্থাৎ, এনডিএ-র নাম স্পষ্ট হলেও উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে বিরোধীদের কার্ড এখনও খোলা নয়। সামনে এখন বিরাট প্রশ্ন, খাড়গে এবং রাহুল গান্ধির নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' জোট এবার কোন নামটি অনুমোদন করে?
বাংলা খবর/ছবি/দেশ/
রাধাকৃষ্ণণ হচ্ছেন NDA প্রার্থী, কে হতে চলেছে 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি 'মুখ'? এবার 'বড়' চমক দিতে চলেছে কংগ্রেস!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল