বারানসীতে শিবলিঙ্গকেও পরানো হল মাস্ক! হুলুস্থুলু কাণ্ড ভক্তদের মধ্যে, দেখুন ছবি...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

বারাণসীতে শিবলিঙ্গকেও পরানো হল মাস্ক! করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে এভাবে মন্দিরে দেওয়াও হল সচেতনার বার্তা৷ Photo Courtesy: Twitter
advertisement
2/5
শুধু শিবলিঙ্গে মাস্ক পরানো নয়, শিবলিঙ্গ ছোঁয়াও নিষেধ করা হয়েছে৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে যেহেতু এই সংক্রমণ ছোঁয়াচে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ Photo Courtesy: Twitter
advertisement
3/5
শিবলিঙ্গ শুধু নয়, অন্যান্য ঠাকুরের মূর্তির সামনেও পড়েছে পোস্টার৷ সেখানে লেখা থাকছে যে কোনওভাবেই ঠাকুরের মূর্তি ছুঁয়ে প্রণাম করা যাবে না৷ এভাবেই সচেতনার বার্তা দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ৷
advertisement
4/5
মন্দিরের প্রধান পুরোহিত আনন্দ পাণ্ডে জানিয়েছেন যে শীতে যেমন ঠাকুরকে গরম কাপড় পরানো হয়, গরমে যেমন এসি চালানো হয়, ঠিক সেভাবেই করোনা আতঙ্কের মধ্যে ঈশ্বরকেও পরানো হল মাস্ক! এছাড়াও মন্দিরের সকলেও পরেছেন মাস্ক৷ Photo Courtesy: Twitter
advertisement
5/5
দেশজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক৷ এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০৷