Varanasi: ছবি দেখে আঁতকে উঠবেন, একী অবস্থা বারাণসীর! জলের নীচে ৮৪ ঘাট, ডুবেছে মণিকর্ণিকাও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বারাণসীতে যে গতিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তা ভীতিকর। ঘাটে যাওয়ার সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসনও।
advertisement
1/8

ক্রমে বাড়ছে গঙ্গার জলস্তর৷ একে একে ডুবে যাচ্ছে বারাণসীর ঘাটের একের পর এক সিঁড়ি৷ রীতিমতো বন্যার আতঙ্কে ভুগছেন বারাণসীর মানুষেরা৷ (ছবি ও প্রতিবেদন অভিষেক জয়সওয়াল)
advertisement
2/8
উত্তরপ্রদেশের বারাণসীতে ভয়াবহ রূপ নিয়েছে গঙ্গা। গঙ্গার এই উগ্র রূপের কারণে ঘাট থেকে মন্দির এমনকি, শ্মশান পর্যন্ত জলের নীচে তলিয়ে গিয়েছে। শুধু তাই নয়, গঙ্গার জলস্তর এতটাই বেড়েছে যে, নির্ধারিত জায়গা থেকে প্রায় ৩০ ফুট উপরে সিঁড়িতে হচ্ছে গঙ্গা আরতি।
advertisement
3/8
যে নৌকা বারাণসীর ঘাটের অন্যতম পরিচয়৷ বন্যার আশঙ্কায় রবিবার সেই নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের মতে, রবিবার প্রতি ঘণ্টায় ১ সেন্টিমিটার বেগে গঙ্গার জল বেড়েছে। সকালে গঙ্গার জলস্তর রেকর্ড করা হয়েছে ৬৫.২৯ মিটার, যা সতর্কীকরণ সীমা থেকে মাত্র ৫ মিটার কম।
advertisement
4/8
বিপদসীমার কাছাকাছি পৌঁছয়নি জলস্তর৷ কিন্তু, এতটা জলোচ্ছ্বাসও সাম্প্রতিক অতীতে দেখেনি বারাণসীর মানুষ৷ অতগুলো সিঁড়ি ছাপিয়ে রীতিমতো ঘাটের উপরের অংশে উঠে এসেছে জল৷
advertisement
5/8
যে গতিতে গঙ্গার জলের স্তর বেড়েছে এবং ক্রমাগত বাড়ছে, তাতে শ্মশানের রোজের কাজকর্মেও অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। বারাণসীর হরিশচন্দ্র ঘাটের অধিকাংশই জলের নীচে। এখানে বর্তমানে দেহ দাহ করা মুশকিল।
advertisement
6/8
মণিকর্ণিকা ঘাটের অবস্থাও হরিশ্চন্দ্র ঘাটের মতোই। শ্মশানের অনেক অংশই তলিয়ে গিয়েছে। ফলে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
advertisement
7/8
বারাণসীর ঘাটে অনেক ছোট-বড় মন্দির রয়েছে। এসব মন্দিরের অনেকগুলিতেই গঙ্গার জল পৌঁছে গিয়েছে৷
advertisement
8/8
বারাণসীতে যে গতিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তা ভীতিকর। ঘাটে যাওয়ার সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসনও।