TRENDING:

Vande Bharat Sleeper: কলকাতা পাচ্ছে বন্দে ভারত স্লিপার! কত ভাড়া, কোথায় যাবে? চলতি মাসেই নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন

Last Updated:
মন্ত্রক জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি এবং বছরের শেষ নাগাদ আরও ১২টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে। আগামী বছরগুলিতে মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে।
advertisement
1/9
কলকাতা পাচ্ছে বন্দে ভারত স্লিপার! কত ভাড়া, কোথায় যাবে? চলতি মাসেই মোদির হাতে উদ্বোধন
নজরে নির্বাচন! দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলা-অসম। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত প্রতিদিন চলবে এই বন্দেভারত স্লিপার ট্রেন। উদ্বোধন চলতি মাসেই। ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এবং অসম দুটি রাজ্যেই বিধানসভার মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে৷ আগামী মার্চ এবং এপ্রিলের দিকে দু’টি রাজ্যেই রয়েছে নির্বাচন।
advertisement
2/9
রেলমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে এই ট্রেন। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উনি সময় চূড়ান্ত করলেই হবে উদ্বোধন৷
advertisement
3/9
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’, থাকছে টক ব্যাক সিস্টেম৷
advertisement
4/9
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’, থাকছে টক ব্যাক সিস্টেম৷
advertisement
5/9
চলতি বছরেই আরও ১২টি (৬ জোড়া) বন্দেভারত স্লিপার কোচ দেশজুড়ে চালু হবে৷ ২০২৭ সালের অগস্টে আশা করছি বুলেট ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী
advertisement
6/9
ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে - ৬১১ আসন বিশিষ্ট ৩এসি-র জন্য ১১টি, ১৮৮ আসন বিশিষ্ট ২এসি-র জন্য ৪টি এবং ২৪ আসন বিশিষ্ট প্রথম এসি-র জন্য একটি। এই কোচগুলির সম্মিলিত ধারণক্ষমতা ৮২৩ জন হবে।
advertisement
7/9
ভ্রমণের আনুমানিক খরচ হবে ৩ টিয়ারের জন্য ২,৩০০ টাকা, ২ টিয়ারের জন্য ৩,০০০ টাকা এবং প্রথম এসির জন্য ৩,৬০০ টাকা। মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে ৩এসি-র জন্য প্রতি কিলোমিটারে ২.৪০ টাকা, ২ এসির জন্য ৩.১০ টাকা এবং ১এসির জন্য ৩.৮০ টাকা খরচ হবে।
advertisement
8/9
মন্ত্রক জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি এবং বছরের শেষ নাগাদ আরও ১২টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে। আগামী বছরগুলিতে মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে।
advertisement
9/9
চেয়ার কার এবং বন্দে মেট্রোর পরে তৃতীয় শ্রেণীর হল বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্ট। এই আধা-উচ্চ-গতির ট্রেনগুলির নকশার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত এবং এই ট্রেনটি উভয় দিক থেকে সপ্তাহে ছয় দিন চলাচল করবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Vande Bharat Sleeper: কলকাতা পাচ্ছে বন্দে ভারত স্লিপার! কত ভাড়া, কোথায় যাবে? চলতি মাসেই নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল