TRENDING:

Vaishno Devi Train Ticket: টিকিট ৬৬০ টাকা থেকে শুরু, আর...! কীভাবে যাবেন বন্দে ভারতে বৈষ্ণো দেবী? জানুন পুরো খুঁ

Last Updated:
ট্রেনগুলি মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যাবে — গভীর উপত্যকা থেকে শুরু করে পীরপঞ্জলের বিরাট গিরিখাত, পাশে থাকবে উইলো গাছের সারি, উচ্ছ্বল চন্দ্রভাগা বা চেনাব আর নাম না জানা অজস্র পাহাড়ি নদী৷।
advertisement
1/8
টিকিট ৬৬০ টাকা থেকে শুরু, আর..! কীভাবে যাবেন বন্দে ভারতে বৈষ্ণো দেবী?
৭ জুন থেকে রেলপথে জুড়ে গেল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়ে গেল উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেললাইনের (USBRL)৷ এবার মাতা বৈষ্ণোদেবীর কাটরা থেকে শ্রীনগরের মধ্যে চলাচল করবে দু’টি বন্দেভারত ট্রেন৷ কবে কবে কখন চলবে ট্রেন? ভাড়া কত? এই প্রতিবেদনে থাকল এই রেল পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য৷
advertisement
2/8
কাটরা থেকে শ্রীনগর পৌঁছতে লাগবে ৭০০ টাকার টিকিট আর হাতে ৩ ঘণ্টা সময়-ব্যস এই টুকুই৷ না এটা মনে হয় একটু বেশিই সরলীকরণ হয়ে গেল৷ কাটরা টু শ্রীনগর বন্দেভারতের দু’টি ক্লাস রয়েছে৷ সেই ক্লাস অর্থাৎ, শ্রেণিভিত্তিক টিকিটের দামে পার্থক্য থাকছে৷ হেরফের হচ্ছে সময়ের ক্ষেত্রেও৷
advertisement
3/8
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন এই ট্রেন পরিষেবার৷ শনিবার অর্থাৎ, ৭ জুন থেকে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। জানা গিয়েছে,দুটি ট্রেনই দিনের বেলায় ফিরতি যাত্রা করবে৷
advertisement
4/8
প্রথম বন্দে ভারত ট্রেন ২৬৪০১, মাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত পথ অতিক্রম করবে ২ ঘণ্টা ৫৮ মিনিটে৷ এই ট্রেনের চেয়ার কারের ভাড়া ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১,৩২০ টাকা। এই ট্রেনটি কাটরা থেকে সকাল ৮.১০ মিনিটে ছেড়ে শ্রীনগরে সকাল ১১.০৮ মিনিটে পৌঁছবে৷ মাঝে বানিহালে ৯.৫৬ মিনিটে ২ মিনিটের জন্য দাঁড়াবে।
advertisement
5/8
ফিরতি যাত্রায় ট্রেনটির নম্বর হবে ২৬৪০২। এই ট্রেনের চেয়ার কারের ভাড়া ৮৮০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হবে ১,৫১৫ টাকা। ট্রেনটি শ্রীনগর থেকে দুপুর ২ টায় ছাড়বে এবং কাটরায় ৪.৫৮ মিনিটে পৌঁছবে৷ বানিহালে ৩.০৮ মিনিটে থামবে দুই মিনিট। ২৬৪০১/২৬৪০২, এই দু’টো ট্রেনই মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলাচল করবে। এছাড়াও রয়েছে আরও একটা বন্দে ভারত৷
advertisement
6/8
দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি, অর্থাৎ ২৬৪০৩, কাটরা থেকে দুপুর ২.৫৫ মিনিটে ছেড়ে শ্রীনগরে বিকেল ৫.৫৩ মিনিটে পৌঁছবে৷ সময় লাগাবে ২ ঘন্টা ৫৮ মিনিট। এই ট্রেনের ভাড়া হবে চেয়ার কার সিটের জন্য ৬৬০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,২৭০ টাকা। প্রথম বন্দে ভারতের সঙ্গে এই বন্দে ভারতের টিকিটের দামের ফারাক শুধু ক্যাটারিং চার্জের পার্থক্যের জন্য।
advertisement
7/8
এই বন্দে ভারতের ফিরতি ট্রেন শ্রীনগর থেকে, ২৬৪০৪ সকাল ৮টায় ছেড়ে কাটরায় সকাল ১০.৫৮ মিনিটে পৌঁছবে, সকাল ৯টায় দুই মিনিটের স্টপ দেবে বানিহালে। এই ট্রেনের চেয়ার কারের টিকিটের দাম ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ১,৩২০ টাকা। এই বন্দেভারত ট্রেন দু’টি ২৬৪০৩/০৪ বুধবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে।
advertisement
8/8
ট্রেনগুলি মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যাবে — গভীর উপত্যকা থেকে শুরু করে পীরপঞ্জলের বিরাট গিরিখাত, পাশে থাকবে উইলো গাছের সারি, উচ্ছ্বল চন্দ্রভাগা বা চেনাব আর নাম না জানা অজস্র পাহাড়ি নদী৷।
বাংলা খবর/ছবি/দেশ/
Vaishno Devi Train Ticket: টিকিট ৬৬০ টাকা থেকে শুরু, আর...! কীভাবে যাবেন বন্দে ভারতে বৈষ্ণো দেবী? জানুন পুরো খুঁ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল