অ্যান্টিলার থেকেও ৯ মিটার উঁচু, বল্লভভাইয়ের মূর্তি আসলে কত লম্বা ?
Last Updated:
advertisement
1/8

• এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ ৷ মুম্বইয়ে মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি ‘অ্যান্টিলা’র থেকেও উঁচু এই মূর্তি ৷ আগামীকাল এই মূর্তির উদ্বোধন ৷
advertisement
2/8
• ভারতের স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটিই এখন বিশ্বের উচ্চতম ৷ গুজরাতের নর্মদা ড্যামের পাশেই ৩ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই সুবিশাল মূর্তি ৷
advertisement
3/8
• মোট ২০ হাজার বর্গমিটার এলাকা এবং ১২ বর্গকিলোমিটার কৃত্রিম লেক সংলগ্ন এই মূর্তিটির মোট উচ্চতা ২৪০ মিটার ৷
advertisement
4/8
• অ্যান্টিলার উচ্চতা ১৭৩ মিটার ৷ বল্লভভাইয়ের মূর্তির পাদদেশটির উচ্চতা ৫৮ মিটার ৷ শুধু মূর্তিটি ১৮২ মিটারের ৷
advertisement
5/8
• ২২,৫০০ মেট্রিক টন সিমেন্ট লেগেছে এটি তৈরি করতে ৷ যেখানে রাষ্ট্রপতি ভবন তৈরিতে লেগেছিল ৭,৫০০ মেট্রিক টন সিমেন্ট ৷ অর্থাৎ প্রায় তিন গুণ বেশি ৷
advertisement
6/8
• তিনি ছিলেন আয়রন ম্যান ৷ বল্লভভাইয়ের মূর্তি তৈরিতে লাগল ৫,৭০০ মেট্রিক টন স্ট্রাকচারাল স্টিল এবং ১৮,৫০০ মেট্রিক টন স্টিল বার ৷
advertisement
7/8
• উচ্চতার দিক থেকে ‘স্ট্যাচু অব ইউনিটি’র পরেই রয়েছে চিনের ‘স্প্রিং টেম্পল বুদ্ধ’ ৷ যা ১৫৩ মিটার লম্বা ৷
advertisement
8/8
• বল্লভভাইয়ের হৃদপিণ্ডের কাছাকাছি অর্থাৎ মূর্তিটির ১৫৩ মিটারে রয়েছে একটি ভিউয়িং গ্যালারি ৷ ২০০ মানুষ একসঙ্গে দাঁড়াতে পারবেন সেখানে ৷ সামনেই রয়েছে সর্দার সরোবর ড্যামের দুর্দান্ত ভিউ ৷