advertisement
1/6

অর্থমন্ত্রকে বাজেট সরকারিভাবে ছাপা শুরু হয় এই হালুয়া উৎসব দিয়ে । অর্থমন্ত্রকের শতাধিক কর্মী ও অফিসারদের মধ্যে বিতরণ করা হয় এই হালুয়া
advertisement
2/6
বাজেট পেশ না হওয়া পর্যন্ত নর্থ ব্লকেই থাকেন আধিকারিকরা। এই সময়টা মন্ত্রকের মধ্যেই থাকতে বাধ্য হন কর্তারা। (Image: Reuters)
advertisement
3/6
নর্থ ব্লকেই বাজেট বক্তৃতার নথিপত্র ছাপার কাজ হয়। আগে নথিপত্র ছাপা হত রাষ্ট্রপতি ভবনে, কিন্তু ১৯৫০তে নথিপত্র ফাঁস হয়ে যাবার পর মিন্টো রোডে ছাপার কাজ হত। ১৯৮০ থেকে নথিপত্র ছাপার কাজ শুরু হয় নর্থ ব্লকে।
advertisement
4/6
বাজেট পেশের দিন কেন্দ্র অর্থমন্ত্রীরা বাজেট ব্রিফকেস হাতে নিয়ে ঘোরেন। এই প্রথা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ১৮৬০ সাল থেকে বাজেটের দিন ব্রিটিশরা 'বাজেট বক্স' হাতে সংসদে প্রবেশ করতেন। ব্রিটিশ আমলের ব্রেফকেস প্রথার বিদায় ঘটিয়ে, লাল শালুতে মোড়া বই-খাতা নিয়ে সংসদে অর্থমন্ত্রী৷
advertisement
5/6
বাজেট পেস করার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রীরা
advertisement
6/6
আজ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেট। নাম বদলাল কেন্দ্রীয় বাজেটের। নয়া নাম 'দেশ কা বহিখাতা'।