Turkey: তুরস্কের সংস্থা 'বড়' দায়িত্বে..., সোশ্যাল মিডিয়ায় ঝড়, দেশের ৯ গুরুত্বপূর্ণ বিমানবন্দরে শুরু নজরদারি
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Turkey: 'CELEBI' নামক এই সংস্থা কাজ চালায় এই সব বিমানবন্দরে। আর বর্তমান ভারত-পাক সংঘাত পরিস্তিতিতে তুরস্কের পাকিস্তানকে ড্রোন ইত্যাদি দিয়ে সাহায্যের আবহে এবার নজরে এই সংস্থা।
advertisement
1/5

নয়াদিল্লি: দেশের নয় গুরুত্বপূর্ণ বিমানবন্দরে শুরু হয়েছে নজরদারি। নেপথ্যে রয়েছে বড় কারণ। উল্লেখ্য, এই সব বিমানবন্দরে নানা গুরুত্বপূর্ণ কাজ করে তুরস্কের এক সংস্থা। 'CELEBI' নামক এই সংস্থা কাজ চালায় এই সব বিমানবন্দরে। আর বর্তমান ভারত-পাক সংঘাত পরিস্তিতিতে তুরস্কের পাকিস্তানকে ড্রোন ইত্যাদি দিয়ে সাহায্যের আবহে এবার নজরে এই সংস্থা।
advertisement
2/5
সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্কে তুরস্কের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পাকিস্তানকে ড্রোন ও ইউএভি তারাই দিয়েছে এমন তথ্যও উঠে এসেছে কূটনৈতিক মহলের আলোচনায়। এই অবস্থায় তুরস্কের সংস্থা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দায়িত্ব সামলাচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়েও চলছে বিতর্কের ঝড়।
advertisement
3/5
জানা যাচ্ছে, দেশের নয়টি বিমানবন্দরে হাই সিকিউরিটি কাজ করে তুরস্কের এই সংস্থা। কোন কোন বিমানবন্দরের বড় দায়িত্বে 'CELEBI' নামক এই সংস্থা। এই বিমানবন্দরগুলি হল:
advertisement
4/5
দিল্লিআহমেদাবাদমুম্বইহায়দরাবাদবেঙ্গালুরুচেন্নাইকোচিগোয়া ওকান্নুর
advertisement
5/5
সূত্রের খবর, এই বিমানবন্দরগুলিতে কাজ করে এই সংস্থা। যাত্রী পরিষেবা, ফ্লাইট অপারেশন, লোড কন্ট্রোল, র‍্যাম্প সার্ভিস, কার্গো ও পোস্টাল সার্ভিস, ওয়্যারহাউজ, ব্রিজ অপারেশন-সহ একাধিক কাজ করে তুরস্কের এই সংস্থা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবার এই সংস্থার বিষয়ে সতর্ক হয়ে গিয়েছে। গোটা বিষয়ে খোঁজ খবর নিচ্ছে মন্ত্রক।